Sourav Ganguly: রোহিতকে সরিয়ে শুভমন গিলকে ক্যাপ্টেন্সি, সমর্থন করেন সৌরভ?

একদিনের ক্রিকেটে রোহিত শর্মার জায়গায় শুভমন গিলকে নেতৃত্ব দেওয়ার পর থেকেই নানা বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তের পাশেই দাঁড়িয়েছেন বাংলার মহারাজ। বিসিসিআই-এর সভাপতি থাকাকালীন বিরাট কোহলির জায়গায় রোহিতকে ক্যাপ্টেন করা হয়। তারপরেই ভারত টি২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। 

Advertisement
রোহিতকে সরিয়ে শুভমন গিলকে ক্যাপ্টেন্সি, সমর্থন করেন সৌরভ?রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি

একদিনের ক্রিকেটে রোহিত শর্মার জায়গায় শুভমন গিলকে নেতৃত্ব দেওয়ার পর থেকেই নানা বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তের পাশেই দাঁড়িয়েছেন বাংলার মহারাজ। বিসিসিআই-এর সভাপতি থাকাকালীন বিরাট কোহলির জায়গায় রোহিতকে ক্যাপ্টেন করা হয়। তারপরেই ভারত টি২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। 

সৌরভের মতে, টেস্টে শুভমন গিল দারুণ ক্যাপ্টেন্সি করছেন। তিনি বলছেন, শুভমান টেস্টে ভালো করেছে, সেজন্য ওডিআই ক্যাপ্টেন্সি পেয়েছে। তাছাড়া সাতাশের বিশ্বকাপ পর্যন্ত আদৌ বিরাট এবং রোহিত খেলতে পারবেন কিনা, সেটা নিয়েও সন্দিহান প্রাক্তন অধিনায়ক। বৃহস্পতিবার  এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে তিনি বললেন, 'রোহিতকে সরিয়ে শুভমানকে আনার সিদ্ধান্তে ভুল দেখছি না। শুভমান টেস্টে ভালো করেছে, সেজন্য ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছে। ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে।' 

শুধু তাই নয়, ২০২৭ বিশ্বকাপে ভারতীয় দলে আদৌ দেখা যাবে রোহিত শর্মাকে? এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতির মতে, ২০২৭-এর বিশ্বকাপের সময় রোহিতের বয়স কত হবে তা মনে করিয়ে দেন। সৌরভ বলেন, '২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০। খেলাধুলোর ক্ষেত্রে যা খুব একটা কম নয়।' বিরাট বা রোহিতকে বিশ্বকাপ খেলতে হলে ফিট থাকতে হবে। ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ওরা কতটা ফিট থাকে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে বলেই মত মহারাজের।

তবে সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার অবদান নিয়ে কোনও প্রশ্ন করার জায়গা নেই। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম। মাত্র আট মাসের মধ্যে দেশকে দুটি আইসিসি ট্রফি দিয়েছেন তিনি। অথচ, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই তাঁকে ছেঁটে ফেলা হল অধিনায়কত্ব থেকে। বদলে তরুণ শুভমান গিলের উপর আস্থা রাখার কথা বলছে বিসিসিআই। লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। কিন্তু এই সিদ্ধান্তে বিতর্ক কম হচ্ছে না। ক্রিকেট মহলের একাংশের বক্তব্য, এটা রোহিতের সঙ্গে অন্যায়। যদিও বোর্ডের এই সিদ্ধান্তে কোনও ভুল দেখছেন না প্রাক্তন বিসিসিআই সভাপতি।

Advertisement

POST A COMMENT
Advertisement