India vs England 1st T20I: আজ ভারত-ইংল্যান্ড ম্যাচে ইডেনের পিচ কেমন? প্ল্যান জানালেন কিউরেটর

মাঘ মাসে ইডেনের (Eden Gardens) পুরো মাঠ ঢাকা। কারণ কী? ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচের আগের রাতে গোটা মাঠ ঢাকা দেখে অনেকেই প্রশ্ন করতে পারেন, তবে কি বৃষ্টির আশঙ্কা রয়েছে? আসলে বছরের এই সময় শিশির খুব বেশি পড়ে কলকাতায় (Kolkata)। সেই কারণেই বিশেষ ব্যবস্থা নিচ্ছে সিএবি (CAB)। আগের রাতে পড়া শিশিরে মাঠ যাছে পিচ্ছিল না হয় সেদিকে নজর রাখছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা।

Advertisement
আজ ভারত-ইংল্যান্ড ম্যাচে ইডেনের পিচ কেমন? প্ল্যান জানালেন কিউরেটরইডেনে শিশির নিয়ে বিশেষ ব্যবস্থা

মাঘ মাসে ইডেনের (Eden Gardens) পুরো মাঠ ঢাকা। কারণ কী? ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচের আগের রাতে গোটা মাঠ ঢাকা দেখে অনেকেই প্রশ্ন করতে পারেন, তবে কি বৃষ্টির আশঙ্কা রয়েছে? আসলে বছরের এই সময় শিশির খুব বেশি পড়ে কলকাতায় (Kolkata)। সেই কারণেই বিশেষ ব্যবস্থা নিচ্ছে সিএবি (CAB)। আগের রাতে পড়া শিশিরে মাঠ যাছে পিচ্ছিল না হয় সেদিকে নজর রাখছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা।

শিশির নিয়ে চিন্তায় দুই দল

প্রথমে জস বাটলার (Jos Buttler) এবং পরে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), দুই অধিনায়কই মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে বললেন শিশির পড়া নিয়ে নিজেদের চিন্তার কথা জানিয়েছেন। সন্ধ্যা সাতটা থেকে শিশির পড়া শুরু হচ্ছে ফলে দ্বিতীয় ইনিংস তো বটেই, প্রথম ইনিংসেও স্পিনারদের পক্ষে বল গ্রিপ করা কঠিন হতে পারে। ইংল্যান্ড (England Cricket Team) যে দল ঘোষণা করেছে তাতে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আদিল রশিদকে (Adil Rashid) রেখেছে। ভারতীয় দল (Team India) তাদের দল ঘোষণা করেনি। সেক্ষেত্রে তারা স্পিনারদের রেখে কতটা দল ঘোষণা করবে সেটাই দেখার। কারণ শিশির পড়া নিয়ে চিন্তা ছড়িয়ে পড়েছে দুই দল।

শিশির ঠেকাতে বিশেষ স্প্রে

কিউরেটর সুজন মুখোপাধ্য়ায় বলছেন, 'শিশির যাতে সমস্যা তৈরি না-করে তার জন্য আগামিকাল বিকেল ৪টে নাগাদ বিশেষ স্প্রে ছড়ানো হবে।' বলা হচ্ছে, এই বিশেষ স্প্রের প্রভাব পুরো ম্যাচজুড়েই থাকবে।  পাশাপাশি ম্যাচ চলাকালীন সাময়িক বিরতিতে শিশির ভেজা ঘাস সুপার সপার চালানো হবে। 

ফলে আশা করাই যায়, শিশিরের প্রভাব সেভাবে ম্যাচ চলাকালীন থাকবে না। ইডেনে এর আগেও এমন পরিস্থিতিতে ম্যাচ হয়েছে। তবে শিশির খুব বড় ভূমিকা নিতে পারেনি এই বিশেষ স্প্রের কারণেই। তাই টসে জিতে ব্যাটিং নিলেও ম্যাচ জেতার সুযোগ থাকবে দুই দলের কাছেই। এমনটাই দাবি সুজনের।

কলকাতা টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ রেডিড, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, আর্শদীপ সিং
১২তম ব্যক্তি: রবি বিষ্ণোই

Advertisement

প্রথম টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (সি), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

POST A COMMENT
Advertisement