সৌরাষ্টের হয়ে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচে খেলবেন রবীন্দ্র জাদেজা। এই ম্যাচটি ২৩ জানুয়ারি থেকে শুরু হবে। ভারতীয় অলরাউন্ডার ১৯ জানুয়ারি রবিবার রাজকোটে অনুশীলনে নামেন। রঞ্জি খেলবেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তিনি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন। গত বছরও জাদেজা ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ পিটিআই-কে বলেছেন, 'জাদেজা আজ অনুশীলনের জন্য এসেছেন। তিনি পরের ম্যাচটি খেলবেন।'
অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে ভারতের সেরা পারফরমারদের একজন ছিলেন জাদেজা। তিনি তিনটি টেস্টে ১৩৫ রান করেন। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। সেই দলেও রয়েছেন ৩৬ বছরের এই অলরাউন্ডার।
সম্প্রতি খেলোয়াড়দের জন্য ১০ দফা শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন বিসিসিআই। সিনিয়র জাতীয় দলে খেলতে হলে খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হয়েছে। তারপরেই কয়েকজন তারকা খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলার আগ্রহ দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারতে হয়েছে ভারতকে। তারপরেই দলের শৃঙ্খলা নিয়ে কড়া হয়েছে বিসিসিআই।
যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলও তাঁদের নিজ নিজ ঘরোয়া দল মুম্বই এবং পঞ্জাবের হয়ে মাঠে নামবেন। তবে, চোটের কারণে কেএল রাহুল ও বিরাট কোহলি রঞ্জি খেলবেন না বলেই খবর।
অধিনায়ক রোহিত শর্মা বিসিসিআই নিয়ম সম্পর্কে বলেছেন যে তারকা খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটকে টেকেন ফর গ্র্যান্টেড করে নিচ্ছেন না। তিনি বলেন, 'গত ৬-৭ বছরের ক্যালেন্ডার দেখলে বুঝবেন যে এমন একটি সময়ও আসেনি যেখানে একদিকে ক্রিকেট চলছে আর আমি ঘরে বসে আছি। আপনি সেই সময়টি পাবেন যখন আপনি আইপিএল শেষ করবেন এবং তারপরে কিছুই নেই। ঠিক তার পরে ঘটছে, কিন্তু আপনি যদি আমাদের ঘরোয়া মরশুম দেখেন, এটি সেপ্টেম্বরে শুরু হয় ও ফেব্রুয়ারি, মার্চের মধ্যে শেষ হয়ে যায়। সেই সময় ভারতও প্রচুর ক্রিকেট খেলে।'