Subhman Gill Health Update: গিল কি খেলতে পারবেন ওয়ানডে সিরিজে? জানিয়ে দিলেন পন্ত

শনিবার গুয়াহাটি মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে। শুভমান গিল চোটের কারণে মাঠের বাইরে থাকায় এই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত। শনিবার টসে শুভমান গিলের চোট সম্পর্কে আপডেট দেন পন্ত। গিল কি ওয়ানডে সিরিজে ভারতীয় দলে ফেরত আসবেন? সে ব্যাপারে বড় আপডেট দিয়েছেন পন্ত। 

Advertisement
গিল কি খেলতে পারবেন ওয়ানডে সিরিজে? জানিয়ে দিলেন পন্ত

শনিবার গুয়াহাটি মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে। শুভমান গিল চোটের কারণে মাঠের বাইরে থাকায় এই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত। শনিবার টসে শুভমান গিলের চোট সম্পর্কে আপডেট দেন পন্ত। গিল কি ওয়ানডে সিরিজে ভারতীয় দলে ফেরত আসবেন? সে ব্যাপারে বড় আপডেট দিয়েছেন পন্ত। 

গিলের চোট সম্পর্কে পন্ত যা বললেন
ভারত আবারও টস হেরে যাওয়ার পর, অধিনায়ক পন্ত জানিয়ে দিলেন গিল দ্বিতীয় টেস্টে দলে ফিরতে চেয়েছিলেন। তবে তাঁর শরীর সঙ্গ দেয়নি। চোট নিয়ে পন্ত জানান, গিল ধীরে ধীরে উন্নতি করছেন। পাশাপাশি তিনি আরও জানিয়ে দেন, গিল আরও শক্তিশালী হয়ে দলে ফেরত আসবেন। 

পন্ত বলেন, 'শুভমন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি ম্যাচটি খেলতে খুব আগ্রহী ছিলেন। কিন্তু একই সঙ্গে, তাঁর শরীরও তা করতে দিচ্ছিল না। ও আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।' দলের সঙ্গে গুয়াহাটি গেলেও, তাঁর স্বাস্থ্যের কথা বিচার করে গিলকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দ্রুত সুস্থ হতে তিনি মুম্বই যাবেন। যদিও তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সিওই-তে ফিজিওর সঙ্গে দেখা করবেন না, গিল আগামী কয়েকদিন মুম্বইতেই থাকবেন এবং ডাঃ দিনশ পারদিওয়ালার কাছে রিপোর্ট করবেন।

কীভাবে চোট পেলেন গিল?
প্রথম টেস্টের দ্বিতীয় দিনের পর শুভমনকে সুইপ শট নেওয়ার সময় ঘাড়ে ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রিটায়ার হার্ট হন এবং ঘাড়ের ব্রেস দিয়ে খেলা দেখতে থাকেন, এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই দিন হাসপাতালে থাকার পর, গত রবিবার এই তারকা ব্যাটারকে ছেড়ে দেওয়া হয়। 

৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা প্রথম একদিনের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা সে ব্যাপারে কোনও আপডেট দিতে পারেননি পন্ত। তবে মনে করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে গিলের ফিরে আসা কিছুটা অনিশ্চিত। 

Advertisement

POST A COMMENT
Advertisement