অস্ট্রেলিয়ায় সিরিজের মাঝে রবিচন্দ্রন অশ্বিনের (R Ashwin Retirement) অবসরের সিদ্ধান্তের নিন্দা করলেন প্রাক্তন ক্রিকেটার সুনিল গাভাস্কার (Sunil Gavaskar)। তাঁর মতে, বর্ডার-গাভাস্কার ট্রফি শেষে অবসর ঘোষণা করা উচিত ছিল অশ্বিনের।
অশ্বিনের অবসরে ক্ষুব্ধ গাভাস্কার
বস্তুত, অশ্বিন অবসর ঘোষণার জন্য যে সময়টি বেছে নিলেন, তা নিয়েও আপত্তি জানিয়েছেন গাভাস্কার। তাঁর বক্তব্য, একটি সিরিজ চলাকালীন ভারতীয় স্কোয়াড থেকে বেরিয়ে আসা, অশ্বিনের এই সিদ্ধান্ত আশ্চর্যের। সিডনি টেস্ট খেলতে পারত, কারণ সিডনির পিচ স্পিনার সহায়ক।
সিরিজের মাঝে অবসর নেওয়াটা সচরাচর দেখা যায় না
গাভাস্কারের কথায়, 'ও বলতেই পারত, সিরিজের শেষে আমি আর ভারতীয় দলের নির্বাচন তালিকায় থাকব না। ২০১৪-১৫ মরসুমে মহেন্দ্র সিং ধোনি এই রকম করেছিল। তৃতীয় টেস্টের পর অবসর নিয়েছিল। সিরিজের মাঝখানে সরে দাঁড়ালে দলে এক জন ক্রিকেটার কমে যায়। নির্বাচকেরা তো সফরে একটা পরিকল্পনা করে দল পাঠিয়েছেন। কেউ চোট পেলে রিজার্ভ থেকে কাউকে দলে নেওয়া যায়। সিডনিতে স্পিনারেরা সাহায্য পায়। সেখানে ভারত দু’জন স্পিনার খেলানোর কথা ভাবতেই পারে। সেখানে অশ্বিন খেলার সুযোগ পেতেই পারত। জানি না যদিও মেলবোর্নের পিচ কেমন হবে। কিন্তু সিরিজের শেষে অবসর নেয় ক্রিকেটারেরা। সিরিজের মাঝে অবসর নেওয়াটা সচরাচর দেখা যায় না। অশ্বিন দুর্দান্ত ক্রিকেটার।'
গাব্বা টেস্ট ড্রয়ের পরেই অবসর ঘোষণা
বৃষ্টির জেরে গাব্বা টেস্ট ড্র হয়ে গিয়েছে। তারপরেই হঠাত্ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। পরে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা বলেন, 'আমি পারথে এসেই জানতে পারি অশ্বিনের সিদ্ধান্তের কথা। আমি অন্তত ওকে পিঙ্ক বল টেস্ট পর্যন্ত থাকতে বলেছিলাম। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল। হয়তো ওর মনে হয়েছিল, আপাতত আমার দরকার নেই, তার চেয়ে অবসর নেওয়াই ভাল।'