Sunil Gavaskar On MCG Pitch: দু'দিনেই টেস্ট শেষ, ICC-র 'দ্বিচারিতা' তুলে কড়া নিন্দায় সরব গাভাস্কর

সম্প্রতি অ্যাসেজ সিরিজের চতুর্থ ম্যাচ শেষ হয়ে গিয়েছে মাত্র দুই দিনেই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে পিচ নিয়ে ক্ষোভ শোনা গিয়েছে বিভিন্ন মহল থেকে। আর এবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল সুনীল গাভাস্কারকেও। আইসিসি-র দ্বিচারিতার বিরুদ্ধে মুখ খুললেন তিনি। মেলবোর্ন টেস্টে প্রথম দিনেই ২০ উইকেট পড়ে গিয়েছিল। 

Advertisement
দু'দিনেই টেস্ট শেষ, ICC-র 'দ্বিচারিতা' তুলে কড়া নিন্দায় সরব গাভাস্করসুনীল গাভাস্কার ও এমসিজি পিচ

সম্প্রতি অ্যাসেজ সিরিজের চতুর্থ ম্যাচ শেষ হয়ে গিয়েছে মাত্র দুই দিনেই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে পিচ নিয়ে ক্ষোভ শোনা গিয়েছে বিভিন্ন মহল থেকে। আর এবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল সুনীল গাভাস্কারকেও। আইসিসি-র দ্বিচারিতার বিরুদ্ধে মুখ খুললেন তিনি। মেলবোর্ন টেস্টে প্রথম দিনেই ২০ উইকেট পড়ে গিয়েছিল। 

প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) বিরুদ্ধে পিচ রেটিং নিয়ে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। গাভাস্কার বলেছেন যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) সম্প্রতি অনুষ্ঠিত চতুর্থ অ্যাশেজ টেস্ট মাত্র দুই দিনের মধ্যে শেষ হওয়া সত্ত্বেও, এমসিজি পিচ এখনও 'ভালো' রেটিং পাচ্ছে।

গাভাস্কর ভারতীয় পিচ কিউরেটরদের প্রতি আইসিসি কর্মকর্তাদের মনোভাবেরও সমালোচনা করেছেন। গাভাস্কার ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, 'ভারতীয় গ্রাউন্ডসম্যানদের এমনভাবে দেখানো হয় যেন তারা ব্যাটারদের রানই করতে দিতে চান না, যেখানে বিদেশীরা পিচের ক্ষেত্রে ভুল করা মানবিক।'

মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই ২০টি উইকেট পড়ে, যা ১৯৫১ সালের পর অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের প্রথম দিনে সর্বোচ্চ। দ্বিতীয় দিনে আরও ১৬টি উইকেট পড়ে এবং পুরো টেস্ট ম্যাচটি মাত্র ১৪২ ওভারে শেষ হয়ে যায়। গাভাস্কার স্মরণ করিয়ে দেন যে একই অ্যাশেজ সিরিজের (পার্থে) প্রথম টেস্টটিও দুই দিনে শেষ হয়েছিল, কিন্তু আইসিসি পিচকে 'খুব ভালো' রেটিং দিয়েছে। 

সুনীল গাভাস্কার ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে নতুন ম্যাচ রেফারি জেফ ক্রো মেলবোর্ন টেস্টের পিচের রেটিং কিছুটা বদলে দিয়েছেন। স্পোর্টস্টারে তার কলামে গাভাস্কার লিখেছেন, 'পার্থ টেস্টে ৩২ টি উইকেট পড়েছিল এবং রঞ্জন মাদুগালে পিচকে খুব ভালো রেটিং দিয়েছিলেন। মেলবোর্নে ৩৬টি উইকেট পড়েছে, তাই হয়তো জেফ ক্রো 'খুব' শব্দটি সরিয়ে পিচকে ভালো' রেটিং দেবেন।'

বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকারও পিচ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। সিরিজের শেষ টেস্টটি ৪ জানুয়ারী সিডনিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকলের নজর থাকবে সেখানে প্রস্তুত পিচের দিকে। উল্লেখ্য, ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফির সময় সিডনি টেস্টও তিন দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল।

Advertisement

POST A COMMENT
Advertisement