Suryakumar Yadav : 'ডিভিলিয়ার্স প্লিজ আমাকে সাহায্য করুন', কেন ABD-র সাহায্য চাইছেন SKY?

আসলে সূর্যকুমার সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন যে, তিনি T20 ও একদিনের ক্রিকেটের মধ্য়ে ভারসাম্য বজায় রাখতে পারেন না। তার জেরে ৫০ ওভারের ম্যাচে সুযোগও পান না তিনি।

Advertisement
'ডিভিলিয়ার্স প্লিজ আমাকে সাহায্য করুন', কেন ABD-র সাহায্য চাইছেন SKY? AB de Villiers,Suryakumar Yadav
হাইলাইটস
  • ওয়ানডে ফর্ম্যাটেও খেলতে চান সূর্যকুমার
  • সেজন্য পরামর্শ চান ডিভিলিয়ার্সের

সূর্যকুমার যাদব। ভারতীয় T20 দলের অধিনায়ক। তিনি এখন দক্ষিণ আফ্রিকান সুপারস্টার এবি ডেভিলিয়ার্সের সাহায্য চাইছেন। কিন্তু কী এমন হল যে তাঁর পরামর্শ  চাইতে হচ্ছে স্কাইকে? 

আসলে সূর্যকুমার সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন যে, তিনি T20 ও একদিনের ক্রিকেটের মধ্য়ে ভারসাম্য বজায় রাখতে পারেন না। তার জেরে ৫০ ওভারের ম্যাচে সুযোগও পান না তিনি। নিজের হতাশাওঢেকে রাখতে পারেননি তিনি। সাফ জানিয়েছেন ওই ফর্ম্যাটে ফিরে আসতে চান। ২০ ওভারের ম্যাচের সঙ্গে ৫০ ওবারের ম্যাচেও চুটিয়ে খেলতে চান। 

সূর্যকুমার জানান. তাঁর সঙ্গে ডিভিলিয়ার্সের কখনও দীর্ঘ আলোচনা হয়নি। তবে তিনি সেটা চান। যদি সুযোগ পান তাহলে জিজ্ঞাসা করবেন, কীভাবে এই ভারসাম্য রাখা সম্ভব। বলেন, 'আমি যদি দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির সঙ্গে দেখা করি, তাহলে ২০ ও ৫০ ওভারের ম্যাচ নিয়ে আলোচনা করব। জানতে চাইব, উনি কীভাবে দুই ফর্ম্যাটের মধ্যে ভারসাম্য রাখেন ও ফর্ম ধরে রাখেন। উনি এমন একজন খেলোয়াড় যিনি টেস্টেওসফল। আমি এক সময় ভাবতাম,  একদিনের ক্রিকেটও ২০ ওভারের ম্য়াচের মতো খেলা উচিত। কিন্তু তা নয়। আমার ভুল ভেঙেছে। আমার কাছে পরবর্তী কয়েক বছর খুব প্রয়োজনীয়। তাই ওঁর পরামর্শ চাই।' 

সূর্যকুমারের ২০২১ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয়। শেষবারের মতো ২০২৩ সালে ৫০ ওভারের ম্যাচে খেলেন তিনি। তবে তারপর থেকে আর সেই দলে সুযোগ পাননি। একদিনের ক্রিকেটে তাঁর পারফরমন্যান্স তেমন ভালো নয়। মোট ৩৭ টা ম্যাচ খেলেছেন তিনি ভারতের হয়ে। রান ৭৭৩। সবথেকে বেশি রান ৭২। গড় ২৫। মাত্র ৪টে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। 

যদিও সূর্যকুমারের ফর্ম এখন ভালো যাচ্ছে না। চলতি অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত তিন ম্যাচে মাত্র ৬৪ রানই করেছেন। এশিয়া কাপ জিতলেও সেখানে ভালো ব্যাটিং করতে পারেননি স্কাই। নিজের ফর্ম নিয়ে বেশ চিন্তায় তিনি। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement