India Pakistan Match: পাকিস্তানের সঙ্গে No Handshake! কার সিদ্ধান্ত? সবটা জানালেন সূর্যকুমার

India Pakistan Match: টসের সময় পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আলি আগার সঙ্গে হ্যান্ডশেক করেননি সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও ইন্ডিয়া টিমের প্লেয়াররা কেউই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। সাধারণত খেলার আগে ও পরে দুই টিমের মধ্যে করমর্দন হওয়াটাই রীতি।

Advertisement
পাকিস্তানের সঙ্গে No Handshake! কার সিদ্ধান্ত? সবটা জানালেন সূর্যকুমারটসের পর, ম্যাচের শেষে, দুইবার হ্যান্ডশেক এড়িয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব।
হাইলাইটস
  • টসের সময় পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আলি আগার সঙ্গে হ্যান্ডশেক করেননি সূর্যকুমার যাদব।
  • ম্যাচ শেষেও ইন্ডিয়া টিমের প্লেয়াররা কেউই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি।
  • সাধারণত খেলার আগে ও পরে দুই টিমের মধ্যে করমর্দন হওয়াটাই রীতি।

India Pakistan Match: টসের সময় পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আলি আগার সঙ্গে হ্যান্ডশেক করেননি সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও ইন্ডিয়া টিমের প্লেয়াররা কেউই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। সাধারণত খেলার আগে ও পরে দুই টিমের মধ্যে করমর্দন হওয়াটাই রীতি। এই প্রসঙ্গে সূর্যকুমারকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি স্পষ্ট বলেন, 'কিছু বিষয় খেলার আবেগের থেকেও বড়।' তাঁর বক্তব্য, এই সিদ্ধান্ত শুধুমাত্র দলের নয়, সরকারের এবং বোর্ডের সঙ্গেও আলোচনা করেই নেওয়া হয়েছে। সূর্যকুমারের কথায়, 'আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছিলাম। আর মাঠে যথাযথ জবাবও দিয়েছি।'

পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেন না পাক অধিনায়ক সলমন আলি আগা। পাকিস্তান টিমের কোচ মাইক হেসন জানান, ইন্ডিয়া টিমের আচরণে নাকি হতাশ হয়েছেন তাঁদের দলের প্লেয়াররা। সেই কারণেই আর অনুষ্ঠানে উপস্থিত হননি পাক অধিনায়ক।

সূর্যকুমার আগেই জানিয়েছিলেন, কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পাশে রয়েছে ভারতীয় দল। তিনি বলেন, 'আমরা নিহতদের পরিবার এবং সশস্ত্র বাহিনীর প্রতি এই জয় উৎসর্গ করছি। ওঁরাই আমাদের অনুপ্রেরণা।'

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ সাধারণ মানুষ। অভিযোগ, রীতিমতো ধর্ম জিজ্ঞেস করে গুলি চালিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দেয়। তবে এই ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও তপ্ত হয়েছে।

এহেন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে খেলতে নামায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং টিমের বিপুল সমালোচনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে সরকারের অনুমতি পাওয়ার পরই এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে অনেক প্রাক্তন ক্রিকেটার ও বিশিষ্ট ব্যক্তি ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন। 

POST A COMMENT
Advertisement