কলকাতায় এলে মিষ্টি দই খাবেন না তাই হয় নাকি? তবে ভারতীয় ক্রিকেটাররা যে নিয়মের মধ্যে থাকেন তাতে মিষ্টি দই খাওয়া বিলাসিতা। তবে ভারতীয় দল যখনই কলকাতায় ম্যাচ খেলতে আসে তখনই ক্রিকেটাররা দল বেঁধে মিষ্টি দই খেতে যান। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।
ইংল্যান্ডের সঙ্গে ভারতের টি২০ সিরিজের প্রথম ম্যাচ হবে। এই সিরিজে প্রথমে পাঁচটি টি২০ ম্যাচ এবং পরে তিনটি একদিনের ম্যাচ (ওডিআই) অনুষ্ঠিত হবে। টি২০ সিরিজ শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যেখানে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। সিরিজের প্রথম ম্যাচটি হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে।
সেই ম্যাচের আগে বিসিসিআই একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে বাংলায় কথা বলতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি দলের পেসার আর্শদীপ সিংয়ের সঙ্গেও বাংলায় কথা বলছেন। এছাড়া, তিনি ইডেন গার্ডেন্সের পরিবেশ এবং কলকাতার প্রসিধ মিষ্টি ‘মিষ্টি দই’ সম্পর্কেও কথা বলেছেন। সূর্যকুমার যাদব জানিয়েছেন, আগেও কলকাতায় আসার সময় তাকে মিষ্টি দই খাওয়ানো হয়েছিল এবং এখনও যখন তারা এখানে আসেন, তখন ‘চিট মিল’ হিসেবে এটি উপভোগ করেন।
সূর্যকুমার যাদব ভিডিওতে বলেছেন, ‘এই মাঠে একটা ভিন্টেজ টাইপ অনুভূতি আছে, আবহাওয়াও দারুণ। দুই দলই দারুণ ক্রিকেট খেলবে, তাই ম্যাচ উপভোগ্য হবে। ২০১৪ সালে আমি যখন কেকেআরে (কলকাতা নাইট রাইডার্স) খেলতে এসেছিলাম, তখন ভাবিনি যে ১০-১১ বছর পর একদিন ভারতের অধিনায়ক হয়ে এই মাঠে দাঁড়াব। তবে আজ, যখন আমি এই মাঠে দাঁড়িয়ে ভাবছি যে আমি ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছি, তখন এটা সত্যিই এক অবিশ্বাস্য অনুভূতি। এটা নিয়ে ভাবতেই ভালো লাগছে।’
ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজের সূচি
প্রথম টি২০: ২২ জানুয়ারি, বুধবার – ইডেন গার্ডেন্সে, কলকাতা
দ্বিতীয় টি২০: ২৫ জানুয়ারি, শনিবার – এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
তৃতীয় টি২০: ২৮ জানুয়ারি, মঙ্গলবার – নিরঞ্জন শাহ স্টেডিয়াম, রাজকোট
চতুর্থ টি২০: ৩১ জানুয়ারি, শুক্রবার – মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুনে
পঞ্চম টি২০: ২ ফেব্রুয়ারি, রবিবার – ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই