T20 World Cup 2026: ম্যাচ সরাতে ফের বায়না! BCB-র কথায় কান দেবেন জয় শাহরা?

প্রথমাবারের আবেদনে পাত্তা না পেয়ে ফের টি২০ বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিশ্বকাপ ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবং বাংলাদেশ ভারতে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে (তিনটি কলকাতায় এবং একটি মুম্বইতে)। 

Advertisement
ম্যাচ সরাতে ফের বায়না! BCB-র কথায় কান দেবেন জয় শাহরা?বাংলাদেশ দল ও জয় শাহ

প্রথমাবারের আবেদনে পাত্তা না পেয়ে ফের টি২০ বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিশ্বকাপ ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবং বাংলাদেশ ভারতে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে (তিনটি কলকাতায় এবং একটি মুম্বইতে)। 

বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার পর বিসিবি ভারতে খেলতে আসতে চায়নি। সে কারণেই এই জটিলতা। যদিও বিসিসিআই এই দাবি আগেই নস্যাৎ করে জানিয়ে দিয়েছে, এত কম সময় ম্যাচের জায়গা বদল করা সম্ভব নয়। আইসিসি-ও কিন্তু এ ব্যাপারে বিসিবিকে কিছুই জানায়নি। 

আইসিসিকে দ্বিতীয় চিঠি
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, 'ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার পর, বিসিবি আবারও আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে। আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের ব্যাপারে জানতে চেয়েছিল। বিসিবি তাদের চিঠিতে এগুলি স্পষ্ট করেছে।'

তবে চিঠির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিসিবি এবং আইসিসির মধ্যে চলা দ্বন্দ্বের মধ্যেই এই অগ্রগতি ঘটল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনও পর্যন্ত এই বিষয়ে নীরবতা বজায় রেখেছে।

বিসিবি দুই ভাগে বিভক্ত
এই বিষয়ে বিসিবির ভেতরেও মতপার্থক্য রয়েছে। বোর্ডের একাংশ এই বিষয়ে আসিফ নজরুলের কঠোর অবস্থানকে সমর্থন করে, অন্যদিকে আরেকটি অংশ আইসিসি এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তার পথ খোলা রাখার পক্ষে। অন্য পক্ষটি বাংলাদেশ দলের ভারতে থাকাকালীন কঠোর এবং দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। অতীতে ভারতের সমালোচনায় সোচ্চার নজরুল এই বিষয়ে আরও কঠোর অবস্থানের পক্ষে রয়েছেন বলে জানা গিয়েছে। এটিকে বিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে চিরকাল সৌহার্দ্যপূর্ণ। তবে এখন সেই জায়গা আর নেই। 

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার পর আইপিএল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে, আইসিসির পক্ষ থেকে এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি যে তারা কলকাতা এবং মুম্বইতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলি কলম্বোতে স্থানান্তর করবে। তবে, বিসিবি দাবি করেছে যে আইসিসি তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মূল্যায়ন করবে।

Advertisement

POST A COMMENT
Advertisement