T20 WC 2026: বাংলাদেশকে আরও 'শাস্তি' ICC-র, কড়া অ্যাকশনে চরম বিপাকে BCB

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল বাদ পড়ার পর এবার নতুন করে বিতর্কে জড়াল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতে হতে চলা এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশি গণমাধ্যমের স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন এনেছে আইসিসি। এর জেরে একাধিক বাংলাদেশি সাংবাদিকের আবেদন বাতিল হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement
বাংলাদেশকে আরও 'শাস্তি' ICC-র, কড়া অ্যাকশনে চরম বিপাকে BCBটি-টোয়েন্টি বিশ্বকাপ কভার করার জন্য প্রায় ৮০ থেকে ৯০ জন বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন।-ফাইল ছবি
হাইলাইটস
  • ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল বাদ পড়ার পর এবার নতুন করে বিতর্কে জড়াল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
  • ভারতে হতে চলা এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশি গণমাধ্যমের স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন এনেছে আইসিসি।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল বাদ পড়ার পর এবার নতুন করে বিতর্কে জড়াল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতে হতে চলা এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশি গণমাধ্যমের স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন এনেছে আইসিসি। এর জেরে একাধিক বাংলাদেশি সাংবাদিকের আবেদন বাতিল হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসি সূত্র পিটিআইকে জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের পরিবর্তন এবং সংশোধিত সূচির কারণেই মিডিয়া স্বীকৃতি প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। সূত্রের দাবি, অতিরিক্ত সংখ্যক আবেদন জমা পড়া এবং সময়সূচীর পরিবর্তনের জেরেই গোটা প্রক্রিয়াটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী এখন নতুন করে স্বীকৃতির তালিকা প্রস্তুত করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ কভার করার জন্য প্রায় ৮০ থেকে ৯০ জন বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও একটি দেশের মিডিয়াকে নির্দিষ্ট কোটার বেশি স্বীকৃতি দেওয়া যায় না। আইসিসি সূত্রের বক্তব্য, 'দেশভেদে কোটার ভিত্তিতে সর্বোচ্চ ৪০টির বেশি মিডিয়া স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। সাধারণত আয়োজক বোর্ডের সুপারিশ অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়।'

এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে বিসিবি। ঢাকায় বিসিবির মিডিয়া প্রধান আমজাদ হোসেন জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই আইসিসির কাছে বিষয়টি নিয়ে ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন, 'আমরা গতকাল, ২৬ জানুয়ারি এই সিদ্ধান্তের কথা জানতে পেরেছি। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে আইসিসির কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বিষয়টি অভ্যন্তরীণ ও গোপনীয় হলেও আমরা স্পষ্ট ব্যাখ্যা চাই।'

সূত্রের খবর, এখন বাংলাদেশি সংবাদমাধ্যমগুলিকে নতুন করে স্বীকৃতির জন্য আবেদন করতে হবে এবং প্রতিটি আবেদন আলাদাভাবে মূল্যায়ন করা হবে। এক প্রবীণ বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'আমি আট-নয়টি আইসিসি বিশ্বকাপ কভার করেছি। এই প্রথম আমার আবেদন বাতিল হলো। বিসিবির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ পেলে আমরা আবার আবেদন করব।'

Advertisement

উল্লেখ্য, আইসিসির নিজস্ব মূল্যায়নে ভারতে বাংলাদেশের জন্য কোনও নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানানো হলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণ দেখিয়ে দল পাঠাতে অস্বীকার করে। এর ফলেই আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে মাঠের বাইরের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বিতর্ক আরও তীব্র হয়েছে।

 

POST A COMMENT
Advertisement