T20 World Cup 2026: T20 বিশ্বকাপের টিকিট বুকিং শুরু আজ, ন্যুনতম ১০০ টাকা, ক'টা থেকে কাটতে পারবেন? বিস্তারিত

২০২৬ সালের T20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। কিছু ম্যাচ হবে ভারতে ও কিছু ম্যাচ শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে T20 বিশ্বকাপ, চলবে ৮ মার্চ পর্যন্ত। 

Advertisement
T20 বিশ্বকাপের টিকিট বুকিং শুরু আজ, ন্যুনতম ১০০ টাকা, ক'টা থেকে কাটতে পারবেন? বিস্তারিতটি২০ বিশ্বকাপ ২০২৬
হাইলাইটস
  • T20 World Cup টিকিট বুকিং শুরু আজ
  • ১০০ টাকা থেকে শুরু টিকিটের দাম
  • কোথায় কোথায় ম্যাচ?

ICC T20 বিশ্বকাপের টিকিট বিক্রি আজ শুরু হয়ে যাচ্ছে। ICC জানিয়েছে, টিকিটের ন্যূনতম দাম শুরু হচ্ছে ১০০ টাকা থেকে। আজ অর্থাত্‍ শুক্রবার সন্ধে ৬টা ৪৫ মিনিটে লাইভ হয়ে যাবে ICC-র ওয়েবসাইটে T20 বিশ্বকাপের টিকিট বুকিং উইন্ডো। ২০২৬ সালের T20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। কিছু ম্যাচ হবে ভারতে ও কিছু ম্যাচ শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে T20 বিশ্বকাপ, চলবে ৮ মার্চ পর্যন্ত। 

প্রথম দিন কলম্বোতে পাকিস্তান ও নেদারল্যান্ডস, কলকাতায় ইডেনে মুখোমুখো হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ এবং মুম্বইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারতের ম্যাচ। টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী দিন থেকেই থাকছে টানটান উত্তেজনা। কলম্বোয় পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এরপর কলকাতার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। দিনশেষে মুম্বইয়ে মাঠে নামবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

টিকিটের দাম সাধারণ মানুষের হাতে রাখতেই এবার বিশেষ উদ্যোগ নিয়েছে আইসিসি। সেই প্রসঙ্গে আইসিসি-র সিইও সঞ্জোগ সংযোগ গুপ্তা বলেন, 'টিকিট বিক্রির প্রথম ধাপ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, এই টুর্নামেন্টটাই হোক সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে বিশ্বজনীন ক্রিকেট ইভেন্ট।'

১০০ টাকা শুরু টিকিটের দাম

তিনি আরও বলেন, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আমাদের লক্ষ্য খুবই পরিষ্কার, যে কোনও ভৌগোলিক অবস্থান বা আর্থিক সামর্থ্যের মানুষ যেন বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়ামের অভিজ্ঞতা নিতে পারেন। তাই টিকিটের দাম রাখছি মাত্র ১০০ টাকা এবং শ্রীলঙ্কায় ১০০০ রুপি থেকে। আমরা চাই সকলের জন্য দরজা খুলে দিতে, যাতে লাখ লাখ মানুষ শুধু দূর থেকে না দেখে, স্টেডিয়ামের আবেগ, উচ্ছ্বাস আর উত্তেজনার অংশ হয়ে ওঠেন।

কীভাবে বুক করতে হবে T20 বিশ্বকাপের টিকিট? পুরো প্রক্রিয়া রইল এই লিঙ্কে

Advertisement

২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে থাকছে ২০টি দল ও মোট ৫৫টি ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে শুরু হয়ে চলবে নকআউট পর্ব পর্যন্ত। বিসিসিআই-এর সচিব দেবজিৎ সাইকিয়া জানালেন, কম দামের টিকিটই গ্যালারিতে এনে দেবে ভরপুর উত্তেজনা। তিনি বলেন, '১০০ টাকা থেকে টিকিট শুরু হওয়ায় ২০২৬ টি-২০ বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা কয়েকগুণ বেড়ে গেল। আমরা চাই দর্শকরা বিশ্বমানের ম্যাচ-ডে এক্সপেরিয়েন্স পান, আধুনিক স্টেডিয়াম, উন্নত লজিস্টিকস এবং এনার্জিতে ভরা পরিবেশ।' শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলি ডি সিলভা জানান, ভারতকে পাশে পেয়ে এই প্রতিযোগিতা আয়োজন করতে পেরে তারা গর্বিত।

তিনি বলেন, 'এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে ভারতকে সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত খুশি। সারা বিশ্বের দর্শকদের আমরা স্টেডিয়ামে স্বাগত জানাতে প্রস্তুত। টিকিট বিক্রির প্রথম পর্ব শুরু হয়ে গিয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে নিজের আসন নিশ্চিত করার অনুরোধ করছি।'

কোথায় কোথায় ম্যাচ?

২০২৬ টি-২০ বিশ্বকাপের ম্যাচ হবে ভারত ও শ্রীলঙ্কার আটটি মাঠে—

নরেন্দ্র মোদী স্টেডিয়াম (আহমেদাবাদ)

এমএ চিদাম্বরম স্টেডিয়াম (চেন্নাই)

অরুণ জেটলি স্টেডিয়াম (নয়াদিল্লি)

ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বই)

ইডেন গার্ডেন্স (কলকাতা)

প্রেমাদাসা স্টেডিয়াম (কলম্বো)

সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড (কলম্বো)

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (ক্যান্ডি)
 

POST A COMMENT
Advertisement