
বর্ডার-গাভাস্কার ট্রফিতে শোচনীয় পরাজয়ের পর, ভারতীয় দলকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছিল। অনেকেই মনে করছিলেন ভারতীয় দলের ড্রেসিংরুমে সবকিছু ঠিকঠাক চলছে না। সেই জল্পনাতেই এবার শিলমোহর দিল, ইন্ডিয়া টুডের এক্সক্লুসিভ রিপোর্ট। সেই রিপোর্টে দেখা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। কারণ, বোর্ডের সঙ্গে বৈঠকে কোচ গৌতম গম্ভীর যা বলেছিলেন তা এক কথায় বিস্ফোরক। দেখে নেওয়া যাক কী কী বিষয় নিয়ে বিসিসিআই-এর বৈঠকে কথা হয়েছে-
ড্রেসিংরুমের পরিবেশ
সিরিজ শেষ হওয়ার পর ড্রেসিংরুমের অবস্থা ভাল ছিল না। এমনটাই বোর্ডকে জানিয়েছেন গৌতম গম্ভীর। বেশ কয়েকজন ক্রিকেটার শৃঙ্খলা মানেননি বলেও জানানো হয়েছে রিপোর্টে। সে ক্ষেত্রে কোন কোন ক্রিকেটার এমনটা করেছেন তা যদিও জানা যায়নি। অথবা এখানে বিশৃঙ্খলা বলতে কী বোঝাতে চেয়েছেন গম্ভীর সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলা হয়নি।
কী কারণে ক্রিকেটারদের স্ত্রীদের নিয়ে নিষেধাজ্ঞা?
তবে এই নিয়ম না মানার কারণেই, কোভিড কালের মতো ক্রিকেটারদের স্ত্রীদের নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই বিসিসিআই ঘোষণা করেছে, ভারতীয় দল সফর করার সময়, দুই সপ্তাহের বেশি কোনও ক্রিকেটারের সঙ্গে তাঁর স্ত্রী থাকতে পারবেন না। আর এই নির্দেশিকা দেওয়া হয়েছে কিছু ক্রিকেটার শৃঙ্খলা না মানার কারণেই। ক্রিকেটাররাও বিসিসিআই-এর এই সিদ্ধান্ত সমর্থন করেছেন বলে সূত্রের খবর।
তরুণ ক্রিকেটারদের প্রতি বিশেষ নজর
পাশাপাশি বোর্ডের এই সভায় তরুণ ক্রিকেটারদের প্রতি কঠোর মনোভাব দেখাতেও নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগেই ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছিল। সে কারণেই কি এই নির্দেশ দিল বোর্ড? তা নিয়েও জল্পনা চলছে।
অস্ট্রেলিয়া সফরে মাত্র একবার টিম ডিনার!
শেষ দেড় মাসে একবার টিম ডিনারে দলের সমস্ত সদস্যকে একসঙ্গে দেখা গিয়েছিল। বলা হয়, যে কোনও পরিবারের উচিত খাবারে টেবিলে সবাই একসঙ্গে বসা। এতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কমে যায়। তবে রোহিত শর্মার ভারতীয় দলের ক্ষেত্রে তা হয়নি বলেই জানিয়েছেন কোচ গম্ভীর।
ঘরোয়া ক্রিকেট নিয়ে কঠোর অবস্থান বোর্ডের
ঘরোয়া ক্রিকেট খেলা নিয়েও কঠোর অবস্থান নিয়েছে বোর্ড। দলের এক সিনিয়র ক্রিকেটারও বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে সমর্থন করে বৈঠকে বলেছেন, খেলোয়াড়রা ঘরোয়া ও জাতীয় দলকে যারা অগ্রাধিকার দিচ্ছে না তাদের ম্যাচ ফি না দেওয়াই উচিত। ম্যাচের পরে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে টাকা দেওয়া উচিত।
বুধবার ফের মিটিং-এ বসতে পারেন বোর্ড কর্তারা
বুধবার কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। শোনা যাচ্ছে, সেই সময়ই ফের একবার ভারতীয় দলের নানা সমস্যা নিয়ে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা সারবেন বোর্ড কর্তারা।