Team India News Jersey For Asia Cup: এশিয়া কাপ ২০২৫-এ নতুন চেহারায় দেখা যাবে ভারতীয় দলকে। তবে চমক শুধু নতুন ডিজাইনে নয়—এবারের জার্সিতে নেই কোনও স্পনসরের লোগো। অর্থাৎ, প্রথমবার স্পনসরশিপ ছাড়াই বড় টুর্নামেন্টে নামছে টিম ইন্ডিয়া। নতুন কিটে শিবম দুবের পোস্ট করা ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে, টিম ইন্ডিয়ার জার্সিতে দেশের নাম ও টুর্নামেন্টের লোগো থাকলেও স্পনসরের স্থানটি একেবারে ফাঁকা।
ড্রিম১১-এর সঙ্গে বিসিসিআই-এর পুরনো চুক্তি চলতি বছরে শেষ হয়ে গিয়েছে। সেই জায়গায় আপাতত নতুন কোনও সংস্থার নাম এখনও আসেনি। সম্প্রতি কার্যকর হওয়া অনলাইন গেমিং প্রোমোশন অ্যান্ড রেগুলেশন বিল ২০২৫-এর পরই বোর্ড ও ড্রিম১১ পারস্পরিক সম্মতিতে স্পনসরশিপ চুক্তি বাতিল করে। ফলে আসন্ন এশিয়া কাপের আগে নতুন স্পনসর খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
বোর্ড ইতিমধ্যেই নতুন লিড স্পনসরের জন্য টেন্ডার ডেকেছে। আবেদনপত্র কেনার শেষ দিন ১২ সেপ্টেম্বর এবং জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। বিসিসিআই সূত্রে খবর, এবার স্পনসর নির্বাচন আরও কড়া নজরে হবে। ‘নিষিদ্ধ ও সীমাবদ্ধ ব্র্যান্ড’-এর একটি তালিকা তৈরি করা হয়েছে যাতে ড্রিম১১-এর মতো বিতর্ক এড়ানো যায়।
জানা গিয়েছে, জার্সি স্পনসরশিপের বেস প্রাইস দ্বিপাক্ষিক ম্যাচের জন্য ৩.৫ কোটি টাকা এবং বহুপাক্ষিক টুর্নামেন্টের জন্য ১.৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী তিন বছরে প্রায় ১৩০টি ম্যাচে বোর্ডের লক্ষ ৪০০ কোটিরও বেশি আয়।
উল্লেখ্য, ভারত এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে আগামী ১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। তার আগেই নতুন জার্সি উন্মোচনের পাশাপাশি স্পনসরশূন্য জার্সি নিয়ে নতুন অধ্যায়ে পা রাখল টিম ইন্ডিয়া।