Team India: ৫ ব্যাটারকে নিয়ে লাগাতার পরীক্ষা, বিশ্বকাপের আগে ৩ নম্বরের ধাঁধা কাটাতে পারবে ভারত?

টি২০ বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। তবুও পরীক্ষা নিরীক্ষা থামছে না। তিন নম্বরে কে ব্যাট করতে নামবেন তা নিয়েই চলছে এই গবেষণা। একে একে পাঁচজন ব্যাটারকে তিন নম্বরে নামিয়ে চেষ্টা করা হয়ে গিয়েছে। তবুও এই জায়গায় কে সবচেয়ে বেশি কার্যকর হবেন তা বলা যাচ্ছে না। বিশ্বকাপের আগে এই সমস্যা সমাধান করতে হবে টিম ইন্ডিয়াকে।

Advertisement
৫ ব্যাটারকে নিয়ে লাগাতার পরীক্ষা, বিশ্বকাপের আগে ৩ নম্বরের ধাঁধা কাটাতে পারবে ভারত?সূর্যকুমার যাদব (আর) এবং প্রধান কোচ গৌতম গম্ভীর

টি২০ বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। তবুও পরীক্ষা নিরীক্ষা থামছে না। তিন নম্বরে কে ব্যাট করতে নামবেন তা নিয়েই চলছে এই গবেষণা। একে একে পাঁচজন ব্যাটারকে তিন নম্বরে নামিয়ে চেষ্টা করা হয়ে গিয়েছে। তবুও এই জায়গায় কে সবচেয়ে বেশি কার্যকর হবেন তা বলা যাচ্ছে না। বিশ্বকাপের আগে এই সমস্যা সমাধান করতে হবে টিম ইন্ডিয়াকে।

নয়ত সমস্যায় পড়তে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ম্যাচেই ভারতীয় দল এই পজিশনে ভিন্ন ভিন্ন ব্যাটারদের চেষ্টা করেছিল। প্রথম ম্যাচে তিন নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব নিজে এসে মাত্র ১২ রান করে আউট হন। এরপর, মুল্লানপুরে, অক্ষর প্যাটেল এই পজিশনে নেমে অনেকটাই অবাক করেন। অক্ষর ১০০ স্ট্রাইক রেটে ২১ রান করেন, যা টি-টোয়েন্টির দিক থেকে খুবই ধীর ইনিংস। এরপর ধর্মশালায় তিলক ভার্মাকে পাঠানো হয়, তিনি অপরাজিত ২৫ রান করেন, যদিও তিনি ৩৪ বল খেলে খেলেন। 

টি-টোয়েন্টি ক্রিকেটে, টপ অর্ডাররাই (ওপেনার এবং ৩ নম্বর) ম্যাচের ফলাফল নির্ধারণ করে। টপ অর্ডার ব্যাটসম্যানদের নতুন বল সামলাতে হয় এবং পাওয়ারপ্লের পূর্ণ সুবিধা নিতে হয়। কিন্তু এই মুহূর্তে, টপ অর্ডার ভারতীয় দলের জন্য একটি বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। শুভমান গিল রান পাচ্ছেন না। আর যাকে ৩ নম্বরে চেষ্টা করা হচ্ছে তিনি বিশেষ কিছু করছেন না।

গৌতম গম্ভীরের অধীনে, তিন নম্বরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, কিন্তু ফলাফল প্রত্যাশা পূরণ করতে পারেনি। সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের পর থেকে পাঁচজন ব্যাটসম্যানকে তিন নম্বরে চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউই স্থায়ী বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। সূর্যকুমার যাদব তিনটি ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছেন। সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং তিলক ভার্মা প্রত্যেকেই এই পজিশনে ব্যাট করেছেন। পরিসংখ্যান স্পষ্টভাবে দেখায় যে প্রতিটি ম্যাচ নতুন আশা জাগিয়ে তুললেও, এমন কোনও ইনিংস হয়নি যা টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তি বয়ে এনেছে।

Advertisement

অস্ট্রেলিয়া সফরের পর থেকে ৩ নম্বরে ভারতীয় ব্যাটার
ক্যানবেরা টি-টোয়েন্টি: সূর্যকুমার যাদব-৩৯ রান
মেলবোর্ন টি-টোয়েন্টি: সঞ্জু স্যামসন-২ রান
হোবার্ট টি-টোয়েন্টি: সূর্যকুমার যাদব ২৪ রান
গোল্ড কোস্ট টি-টোয়েন্টি: শিবম দুবে-২২ রান 
কটক টি-টোয়েন্টি: সূর্যকুমার প্যাটেল-২২ রান।
ধরমশালা টি২০: তিলক ভার্মা ২৫" রান

POST A COMMENT
Advertisement