Vaibhav Suryavanshi: ১০টা ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি; ইংল্যান্ডে বড় রেকর্ড বৈভবের

আইপিএল-এর পর ভারতীয় দলের জার্সিতেও দারুণ ছন্দে বৈভব সূর্যবংশী। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ঝড়ো সেঞ্চুরি করেছেন বৈভব। ১৭ বছর বয়সী আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফর করছে। ৫টি ওয়ানডে এবং ২ টি টেস্ট খেলবে।

Advertisement
১০টা ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি; ইংল্যান্ডে বড় রেকর্ড বৈভবের এই ফ্রেমে অ্যাকশনে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বৈভব সূর্যবংশী

আইপিএল-এর পর ভারতীয় দলের জার্সিতেও দারুণ ছন্দে বৈভব সূর্যবংশী। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ঝড়ো সেঞ্চুরি করেছেন বৈভব। ১৭ বছর বয়সী আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফর করছে। ৫টি ওয়ানডে এবং ২ টি টেস্ট খেলবে। 

৫ জুলাই (শনিবার) ওরচেস্টারে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বৈভব সূর্যবংশী একটি ঝড়ো সেঞ্চুরি করে ছিলেন। এই ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাত্র ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বৈভব সূর্যবংশী, যা যুব ওয়ানডে ক্রিকেটে যে কোনো ব্যাটারের করা দ্রুততম সেঞ্চুরি। বৈভব সূর্যবংশী ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেন করেন, যার মধ্যে ১০টি ছক্কা এবং ১৩টি চার ছিল। 

এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাত্র ৩১ বলে ৮৬ রান করেছিলেন বৈভব সূর্যবংশী। সেই সময় সূর্যবংশী ছয়টি চার এবং নয়টি ছক্কা মেরেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এ রাজস্থান রয়‍্যালসের (RR) হয়ে ১৪ বছর বয়সী বৈভব দুর্দান্ত পারফর্ম করেছিলেন।

ভারত অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), হরবংশ সিং পাঙ্গালিয়া (উইকেটরক্ষক), আরএস আমব্রিস, হেনিল প্যাটেল, কনিষ্ক চৌহান, মৌল্যারাজসিংহ, যুবরাজ, যুবরাজ, রাহুল, রাহুল। এ নান, আনমোলজিৎ সিং, নমন পুষ্পক, দীপেশ দেবেন্দ্রন।
ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সময়সূচী
২৭ জুন: প্রথম ওয়ানডে হোন্ড, ভারতীয় দল ৬ উইকেটে জয়ী
৩০ জুন: দ্বিতীয় ও য়ানডে নর্থাম্পটন, ইংল্যান্ড ১ উইকেটে জয়ী
২ জুলাই: তৃতীয় ওয়ানডে নর্থাম্পটন, ভারতীয় দল ৪ উইকেটে জয়ী
৫ জুলাই: চতুর্থ ও য়ানডে ওরচেস্টার
৭ জুলাই: পঞ্চম ও য়ানডে ওরচেস্টার
১২ থেকে ১৫ জুলাই: প্রথম বহু-দিনের ম্যাচ, বেকেনহ্যাম
২০ থেকে ২৩ জুলাই: দ্বিতীয় বহু-দিনের ম্যাচ, চেমসফোর্ড

POST A COMMENT
Advertisement