Virat Kohli Childhood: 'ছোট থেকেই সচিন ভক্ত...', পড়াশোনায় কেমন ছিলেন বিরাট? যা জানালেন শিক্ষিকা

বিরাট কোহলি (Virat Kohli) ছোটবেলায় কেমন ছিলেন? স্কুল জীবনে ক্রিকেট নিয়ে মাতামাতি তো ছিলই, তবে লক্ষ্য ছিল, সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভাঙা। আজ যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট, তখন তিনি তাঁর আইডল সচিনের থেকে ৬,৬১৭ রান দূরে। আর এর মধ্যেই ভাইরাল হচ্ছে বিরাটের স্কুলের শিক্ষিকার বক্তব্য।

Advertisement
'ছোট থেকেই সচিন ভক্ত...', পড়াশোনায় কেমন ছিলেন বিরাট? যা জানালেন শিক্ষিকাবিরাট কোহলি

বিরাট কোহলি (Virat Kohli) ছোটবেলায় কেমন ছিলেন? স্কুল জীবনে ক্রিকেট নিয়ে মাতামাতি তো ছিলই, তবে লক্ষ্য ছিল, সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভাঙা। আজ যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট, তখন তিনি তাঁর আইডল সচিনের থেকে ৬,৬১৭ রান দূরে। আর এর মধ্যেই ভাইরাল হচ্ছে বিরাটের স্কুলের শিক্ষিকার বক্তব্য। 

ছোটবেলায় কেমন ছিলেন কোহলি?
ছোটবেলায় আর পাঁচটা ক্রিকেটারের মতোই ছিলেন বিরাট। স্বপ্ন দেখেছিলেন সচিন হওয়ার। সেই গল্প শেয়ার করলেন তাঁর স্কুলের শিক্ষিকা বিভা সচদেব। বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়তেন বিরাট। সম্প্রতি এক আলোচনায় বিরাটের শৈশবের অনেক অজানা ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন বিভা। সেখানেই জানা গিয়েছে ভবিষ্যতের সচিন হতে চেয়েছিলেন বিরাট।

কী জানালেন বিভা?
ছোটবেলার শিক্ষিকা বিভা বলেন, 'বিরাটের চোখে সবসময় ফুটে উঠত প্রতিভা ও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার ছাপ। স্কুলের যে কোনও কর্মসূচিতেই খুবই আগ্রহী হয়ে অংশ নিতেন বিরাট। তবে সবসময়ই ওঁর মুখে শোনা যেত একটাই কথা। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতেন, ম্যাম, আমিই ভারতীয় দলের পরবর্তী সচিন তেন্ডুলকর হব। তখন ওঁর কথা শুনে শুধুই হাসতাম এবং অবাক হতাম।’

পড়াশুনায় কেমন ছিলেন বিরাট?
বিভা সচদেব আরও জানিয়েছেন খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাতেও ভালো ফল করার চেষ্টা করতেন বিরাট কোহলি। তবে প্র্যাক্টিসের কারণে কখনও কখনও পড়াশোনায় প্রভাব পড়ত। তবে পরিশ্রম বা চেষ্টায় যে খামতি রাখতেন না বিরাট, সেটাও জানিয়েছেন তাঁর স্কুলের শিক্ষিকা। তিনি বলেন, ‘বিরাট সবসময়ই ভালো নম্বর পেত পরীক্ষায়। তবে যখন প্র্যাক্টিসের জন্য পড়ার সময় পেত না, তখন রেজাল্ট খারাপ হতো। ক্রিকেট ও পড়াশোনা, দুটোতেই ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতেন। স্কুলের শিক্ষকরা ওঁর পাশে ছিল এবং সাহায্যও করেছে বিভিন্ন ক্ষেত্রে।’

সচিনের সব রেকর্ড ছুঁতে না পারলেও, বিরাট ক্রিকেটের আইকন। ভারত তো বটেই, গোটা বিশ্ব তাঁকে অনুসরণ করে। কোহলির কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ অনুকরণ করেন উঠতি ক্রিকেটাররা।

Advertisement

TAGS:
    POST A COMMENT
    Advertisement