Virat Kohli: ফর্মে ফিরেই প্রেমানন্দ মহারাজের কাছে সস্ত্রীক বিরাট, গিয়ে কী করলেন? দেখুন

বিরাটের প্রত্যাবর্তন। মেসির আগমন। বিরাটের ভারতে ফেরার সময়টা লিওনেল মেসির ‘GOAT’ ইন্ডিয়া টুরের সঙ্গে মিলে গিয়েছিল। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছিল, দুই বিশ্বতারকার কি মুখোমুখি দেখা হবে?

Advertisement
ফর্মে ফিরেই প্রেমানন্দ মহারাজের কাছে সস্ত্রীক বিরাট, গিয়ে কী করলেন? দেখুন স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে পৌঁছে গেলেন বৃন্দাবনে, প্রেমানন্দ মহারাজের আশ্রমে।
হাইলাইটস
  • বিরাটের প্রত্যাবর্তন। মেসির আগমন।
  • বিরাটের ভারতে ফেরার সময়টা লিওনেল মেসির ‘GOAT’ ইন্ডিয়া টুরের সঙ্গে মিলে গিয়েছিল।
  • সব আলোচনাই ভেস্তে দিয়ে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিলেন কোহলি। 

বিরাটের প্রত্যাবর্তন। মেসির আগমন। বিরাটের ভারতে ফেরার সময়টা লিওনেল মেসির ‘GOAT’ ইন্ডিয়া টুরের সঙ্গে মিলে গিয়েছিল। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছিল, দুই বিশ্বতারকার কি মুখোমুখি দেখা হবে? কিন্তু সব আলোচনাই ভেস্তে দিয়ে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিলেন কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে পৌঁছে গেলেন বৃন্দাবনে, প্রেমানন্দ মহারাজের আশ্রমে।

বৃন্দাবনের বরাহঘাটে শ্রীহিত রাধাকেলি কুঞ্জ আশ্রমে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ কাটান বিরাট ও অনুষ্কা। সেই সাক্ষাতের একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, মহারাজের বক্তব্য মন দিয়ে শুনছেন দু’জনে। কোনও আড়ম্বর নয়, কোনও প্রচার নয়; নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশেই নিজেদের মতো করে সময় কাটান এই তারকা দম্পতি।

চলতি বছর এই নিয়ে তৃতীয়বার বৃন্দাবনে এলেন বিরুষ্কা। ফলে একটি বিষয় স্পষ্ট। অর্থ, ব্যস্ততা ও খ্যাতির ভিড়ের বাইরে আধ্যাত্মিকতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। বৃন্দাবনে যাওয়ার ঠিক কিছুদিন আগেই ব্রিটেন থেকে ভারতে এসেছিলেন তারকা দম্পতি।

ঠিক একই সময়ে ভারতে পা রেখেছিলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। কলকাতা, হায়দরাবাদ ও মুম্বই, একাধিক শহর ঘুরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন তিনি। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকর ও সুনীল ছেত্রীর সঙ্গে মেসির সাক্ষাৎ নতুন করে কোহলি-মেসি সাক্ষাতের জল্পনা উস্কে দেয়।

দিল্লিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে দেখা করেন মেসি। তাতে জল্পনা আরও বাড়ে। এমনকি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আমেরিকা ম্যাচের টিকিটও উপহার পান মেসি। কোহলি দেশেই, এদিকে মেসি দেশের ক্রিকেট জগতের একের পর এক প্রভাবশালীদের সঙ্গে সাক্ষাৎ করছেন, সব মিলিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন, বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত বুঝি আসন্ন।

কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। মেসি যখন মুম্বইয়ে সফর শেষ করছেন, তখন কোহলি সম্পূর্ণ ভাবে লাইমলাইটের বাইরে। তারকা সাক্ষাৎ নয়, ফ্ল্যাশলাইটের ঝলকানি নয়, আধ্যাত্মিকতার নির্জনতাই তাঁর পছন্দ, বুঝিয়ে দিলেন বীরু। 

POST A COMMENT
Advertisement