Virat Kohli: বউকে ছাড়া থাকতে পারবেন না, 'খেলার সময় অনুষ্কাকে পাশে চাই', বলে দিলেন বিরাট

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ভারতীয় দলের (Team India) ভরাডুবির পর থেকেই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই (BCCI)। জানানো হয়েছিল, বিদেশ সফরে তো বটেই, ভারতে খেলাকালীন কোনও ক্রিকেটারই পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না। নিয়ে গেলেও, ১৪ দিন একসঙ্গে থাকতে পারবেন। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জেতার পর তারকা ক্রিকেটারের এই মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে। 

Advertisement
বউকে ছাড়া থাকতে পারবেন না, 'খেলার সময় অনুষ্কাকে পাশে চাই', বলে দিলেন বিরাটবিরাট কোহলি বলেছেন যে খেলোয়াড়রা যখন সফরে সমস্যার সম্মুখীন হয় তখন পরিবারগুলি বড় ভূমিকা পালন করে

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ভারতীয় দলের (Team India) ভরাডুবির পর থেকেই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই (BCCI)। জানানো হয়েছিল, বিদেশ সফরে তো বটেই, ভারতে খেলাকালীন কোনও ক্রিকেটারই পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না। নিয়ে গেলেও, ১৪ দিন একসঙ্গে থাকতে পারবেন। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জেতার পর তারকা ক্রিকেটারের এই মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে। 

কী বলেছিল বিসিসিআই?
৪৫ দিনের বেশি বিদেশ সফরের ক্ষেত্রে ১৪ দিনের জন্য পরিবার স‌ঙ্গে রাখতে পারবেন ক্রিকেটারেরা। বিসিসিআইয়ের এই ফরমানে খুশি নন কোহলি। ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন জানান,  মাঠে কঠিন সময় কাটানোর পর পরিবারের সান্নিধ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্তদের এ টুকু বোঝা উচিত।

কেন ক্ষুব্ধ বিরাট?
আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে এ নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কোহলি বলেছেন, ‘মনে হয় না মানুষ পরিবারের মূল্যবোধ সম্পর্কে কিছু বোঝে। আমি খুব হতাশ। মনে হয়, যাঁরা এই বিষয়গুলির সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়, তাঁদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাঁদেরই মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য পারফরম্যান্স খারাপ হয়।’ কোহলি আরও বলেছেন, ‘মাঠে কঠিন সময় কাটানোর পর পরিবারকে কাছে পাওয়া গুরুত্বপূর্ণ। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না।’ 

বিসিসিআইয়ে নতুন নিয়মের ফলে বিদেশ সফরের সময় স্ত্রী-সন্তান বা বান্ধবীদের সঙ্গে রাখা নিয়ে সমস্যায় পড়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। উল্লেখ্য, গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আবেদনের ভিত্তিতে একটি ম্যাচে পরিবার সঙ্গে রাখার অনুমতি পেয়েছিলেন রোহিত শর্মারা।

শনিবারের অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে নিজের মতামত জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। খেলার অনুষ্ঠানে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন, পছন্দ-অপছন্দ নিয়ে আলোচনা তাঁর পছন্দ নয় বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘এক জন সঞ্চালক বা বিশ্লেষকের উচিত খেলা নিয়ে আলোচনা করা। গত কাল মধ্যাহ্নভোজে কী খেয়েছি বা দিল্লিতে আমার প্রিয় ছোলে বাটুরের দোকান কোনটা এ সব নিয়ে আলোচনার দরকার নেই। এগুলো ক্রিকেট ম্যাচের অংশ নয়। এক জন ক্রিকেটার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা নিয়ে বরং কথা হতে পারে।’

Advertisement

POST A COMMENT
Advertisement