ক্রিকেট ভক্ত, বলা ভাল বিরাট কোহলির (Virat Kohli Fan) পাগল ফ্যান ভাইরাল হয়েছিলেন কিছুদিন আগেই। ইডেন গার্ডেন্সে কেকআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (KKR vs RCB) ম্যাচে ফেন্সিং টপকে বিরাটের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন ঋতুপর্ণ পাখিরা। সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভারতীয় ক্রিকেট দলের তারকার এই ভক্ত এবার সাফল্যের সঙ্গে উচ্চমাধ্যমিক পাশ করলেন।
ঋতুপর্ণর রেজাল্টই বলে দিচ্ছে, ক্রিকেটের পাশাপাশি নিজের পড়াশোনার ক্ষেত্রেও দারুণ মনোযোগী সে। উচ্চমাধ্যমিকে ঋতুপর্ণর প্রাপ্ত নম্বর ৩১৮। প্রথম বিভাগে পাশ করা ঋতুপর্ণ ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে চায়। এক সাক্ষাতকারে তিনি জানান, 'ক্রিকেটার হওয়ার ইচ্ছেই রয়েছে। ক্রিকেটকেই কেরিয়ার করতে চাই। সঙ্গে কলেজে ভর্তি হবো।'
তবে ঋতুপর্ণর আনন্দ অন্য জায়গায়। বিরাটের পছন্দের নম্বর '১৮'-র সঙ্গে মিলে গিয়েছে তাঁর প্রাপ্ত নম্বরও। ঋতুপর্ণ জানান, 'বাড়ির লোকরাও দারুণ খুশি। তবে আমার আরও ভাল লাগছে, রিরাট স্যারের প্রিয় নম্বরের সঙ্গে আমার প্রাপ্ত নম্বরের মিল দেখে। ওটাই আমার জন্য লাকি।' কলেজে কোন বিষয় নিয়ে ভর্তি হবে সে ব্যাপারে যদিও এখনও ভাবনাচিন্তা করে হওয়া ওঠেনি ঋতুপর্ণর। তবে কিছুদিনের মধ্যেই তা ঠিক করে ফেলবেন বিরাটের এই ভক্ত।
কলকাতায় ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির পা ছুঁয়ে ষাষ্টাঙ্গে প্রণাম করে স্বপ্নপূরণ করেন ঋতুপর্ণ। নিরাপত্তা বেষ্টনী ভেঙে এই ‘অপরাধ’ করে একরাতের হাজতবাসও করতে হয় তাঁকে। শেষে ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেয়ে বাড়ি ফেরে সে। ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরার ফলের ব্যবসা। সামান্য একটু জমি রয়েছে তাঁর। দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে সংসার টেনে নিয়ে যেতে দিনরাত এক করে পরিশ্রম করেন পাখিরা দম্পতি।
এবার পড়াশুনার পাশাপাশি ২২ গজেও সফল হতে মরিয়া ঋতুপর্ণ। রাতদিন চলছে প্র্যাকটিস। বিরাটের মতো ক্রিকেটারও হতে হবে যে। সেই লড়াইয়ে শরিক তাঁর বাবা-মাও। গ্রামের অনেকেই পাশে দাঁড়িয়েছেন ঋতুপর্ণর।