মেলবোর্নে অস্ট্রেলিয়ার এক মহিলা টিভি সাংবাদিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন বিরাট কোহলি। জানা গিয়েছে, গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বক্সিং ডে টেস্টের আগে মেজাজ হারালেন প্রাক্তন ভারত অধিনায়ক। মেলবোর্নে এক অস্ট্রেলিয়ান টিভি সাংবাদিকের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন। সেই ভিডিও ভাইরাল নেট মাধ্যমে।
কেন হঠাৎ রেগে গেলেন বিরাট? পরিবারের দিকে ক্যামেরা তাক করায় ক্ষুব্ধ হন বিরাট। সেই সময় ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা, কন্যা ভামিকা এবং পুত্র আকায়। শুরু থেকেই সন্তানদের মুখ প্রকাশ্যে আনেন না বিরাট ও অনুষ্কা। বিমানবন্দরে সপরিবারে কোহলি অবতরণ করার পরই ভিডিও করতে শুরু করেন অস্ট্রেলিয়ান চ্যানেল 'চ্যানেল সেভেন'। যা দেখে রেগে যান বিরাট।
মহিলা সাংবাদিককে বিরাট অনুরোধ করেন, তাঁর ছবি চালাতে কোনও আপত্তি নেই। কিন্তু পরিবারের ভিডিও মুছে দিন। তবে কোহলির কথা শোনেননি ওই সাংবাদিক। এ নিয়ে এই মহিলা সাংবাদিকের সঙ্গে কোহলির বাকবিতণ্ডা শুরু হয়। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, সাধারণ মানুষ চলাফেরা করে এমন কোনও জায়গায় সেলিব্রিটির ভিডিও বা ছবি তোলার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।
অস্ট্রেলিয়া সফরে বিরাটের খারাপ পারফরম্যান্স
অস্ট্রেলিয়ায় ৩ টেস্টে এখনও বিরাট তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। খালি একটা শতরান করেছেন। অ্যাডিলেড টেস্টে করেছেন যথাক্রমে ৭ ও ১১ রান। পারথে প্রথম টেস্টে কোহলি প্রথম ইনিংসে মাত্র ৫ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ১০০ রান। কোহলি মোট ৫ ইনিংসে ৩১.৫০ গড়ে মাত্র ১২৬ রান করতে সক্ষম হয়েছেন।
সিরিজের চতুর্থ টেস্ট মেলবোর্নে
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফির (BGT) পরবর্তী টেস্ট শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর। এখনও সিরিজ ১-১।