নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বিরাট কোহলি তার অর্ধশতক উদযাপন করছেন।নতুন বছরে দারুণ ছন্দে বিরাট কোহলি। ৪৪ বলে দারুণ হাফসেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। ২০২৬-এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাট করেন কিং কোহলি। বরাবরই রান তাড়া করতে নেমে নিজের জাত চিনিয়েছেন বিরাট। একদিনের ক্রিকেটে ফর্ম বজায় রাখার লক্ষ্যে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেছিলেন বিরাট। সেখানেও ছিলেন আগুন ফর্মে।
রবিবার বরোদায় অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে ৩০১ রান তাড়া করতে নেমে ভারত দারুণ শুরু করে। রোহিত শর্মা আউট হওয়ার পর, ভারতের ইনিংস দারুণভাবে পরিচালনা করতে থাকেন বিরাট। ব্যাট করতে নেমে আক্রমণের রাস্তাই বেছে নেন বিরাট। তিনি ক্রিজে থাকায় অনেকটাই প্রাণ ফিরে পান ক্যাপ্টেন শুভমন গিল। ২৩ বলে ১০ রান করে অপরাজিত থাকা গিল, তাঁর ইনিংস শেষ করেন ৭১ বলে ৫৬ রান করে। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটে চার ও ২ টো ছক্কায়। অন্যদিকে চারটে চার মেরে নিজের হাফ সেঞ্চুরি করেন বিরাট।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রান
ভারতের প্রাক্তন অধিনায়ক ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি এদিন ২৮,০০০ রান করে ফেলেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও কুমার সাঙ্গাকারার পর বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রান করেন।
বড় রান পেলেন না রোহিত
৩০১ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও, রোহিত খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ২৯ বলে ২৬ রান করে বড় শট খেলতে গিয়ে আউট হন রোহিত। গিল রান করতে না পারায় চাপে পড়ে যান রোহিত। তিনটে চার ও ২টো ছক্কা মারলেও, বড় রান করতে পারেননি ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। তবে তাঁর ব্যাটিং-এ ছিল আত্মবিশ্বাসের ঝলক। আর সেটাই প্রমাণ করে রোহিতের ফর্ম। ঘরোয়া ক্রিকেটেও তিনি দারুণ ছন্দে। ফলে ২০২৭-এর বিশ্বকাপের আগে বিরাট ও রোহিতকে এই ছন্দে দেখে ভারতের ক্রিকেটপ্রেমীরা দারুণ খুশি।