Virat Kohli New Look Viral: এতটা বদলে গেলেন কোহলি! নয়া লুক ভাইরাল, রিটায়ারমেন্টের সঙ্গে কী কানেকশন?

Virat Kohli New Look Viral: বিরাট কোহলি আপাতত লন্ডনে রয়েছেন এবং তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে বিরাট কোহলিকে সাদা সোয়েট শার্ট এবং কালো টুপি পড়ে দেখা যাচ্ছে। তার সঙ্গে তার এক বন্ধু রয়েছেন।

Advertisement
এতটা বদলে গেলেন কোহলি! নয়া লুক ভাইরাল, রিটায়ারমেন্টের সঙ্গে কী কানেকশন?এতটা বদলে গেলেন কোহলি! নয়া লুক ভাইরাল, রিটায়ারমেন্টের সঙ্গে কী কানেকশন?

Virat Kohli New Look Viral: প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন এবং রান মেশিন বিরাট কোহলি আপাতত ক্রিকেট অ্যাকশন থেকে অনেক দূরে। কোহলি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-২০২৫ রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অংশ ছিলেন। সেখানে তার টিম চ্যাম্পিয়ন হয় এবং প্রথমবার চ্যাম্পিয়ন হয়। কিং কোহলি আইপিএল ২০২৫ চলাকালীন টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এ কারণে তিনি জুলাই-অগাস্টে চলা ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে অংশ নেননি।

বিরাট কোহলি আপাতত লন্ডনে রয়েছেন এবং তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে বিরাট কোহলিকে সাদা সোয়েট শার্ট এবং কালো টুপি পড়ে দেখা যাচ্ছে। তার সঙ্গে তার এক বন্ধু রয়েছেন। ছবিতে কোহলির সাদা দাড়িওয়ালা লুক দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে কিছু লোকেরা বলছেন, 'তাঁকে চেনাই যাচ্ছে না', আবার কেউ কেউ বলছেন, 'কোহলির এই সাদা দাড়িওয়ালা ছবি টেস্ট রিটায়ারমেন্টের সঙ্গে কানেকশন রয়েছে।'

বিরাট কোহলিকে যখন সম্প্রতি রিটায়ারমেন্ট নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি হালকা মেজাজে এর জবাব দেন। কোহলি লন্ডনে, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং-এর তরফে আয়োজিত একটি চ্যারিটি প্রোগ্রামে রয়েছেন। "আমি দু'দিন আগেই দাড়ি রং করেছি যখন আপনি প্রতি ৪ দিনে দাড়ি- কালার করতে শুরু করেন। তখন আপনাকে বুঝতে হবে আপনার বিশ্রামের সময় হয়ে গিয়েছে।"

কবে টেস্ট থেকে অবসর নেন বিরাট বিরাট কোহলি?
২০২৪ ওয়ার্ল্ড কাপ জেতার পর টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়ে নেন। এই সিদ্ধান্তে ফ্যানেরা ততটা চমকায়নি, যখন ১২মে ২০২৫-এ টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়ে ফেললেন তাতে যতটা অবাক হয়েছেন। মজার বিষয় হল এটা জানুয়ারি ২০২৫ এর অনজিত ট্রফি ম্যাচে বিরাট কোহলি, প্রাক্তন স্পিনার শরণদীপ সিংকে ইংল্যান্ড সফল নিয়ে নিজের পরিকল্পনার কথা বলেছিলেন। কিন্তু কিছু মাসের মধ্যেই তিনি ক্রিকেটে সবচেয়ে বড় ফরম্যাট থেকে অবসর নেন। যার কারণে করে উঠে তাকে ইংল্যান্ড সফরে নিয়ে যাওয়া হয়নি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাবাস্কার ট্রফি ২০২৪-২৫-এ বিরাট কোহলির পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তিনি পাঁচ ম্যাচে মাত্র ১৯০ রান করেন। যার মধ্যে পার্থ টেস্টে করা একটা সেঞ্চুরিও রয়েছে। ভারত ওই সিরিজে ১-৩ এ সিরিজে হেরে যায় এবং কোহলির পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রকাশিত রিপোর্টের কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে কোহলি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ২০১৭-এর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সম্পূর্ণভাবে অবসর নিয়ে নেবেন বলেও চিন্তা ভাবনা করছেন। টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোহলির মতো ২০১৭ ওয়ার্ল্ড কাপের পরে নিজের ক্যারিয়ারে ইতি টানতে পারেন এই দুই গজ ব্যাটার বলে মনে করা হচ্ছে। সেখানে ভারত তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement