ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ ছেড়েছিলেন টি২০ বিশ্বকাপ জেতার পরই। ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকেও অবসর নেন বিরাট কোহলি। আচমকা কেন এই সিদ্ধান্ত? ভক্তদের সেই কৌতূহলেরই জবাব দিলেন কোহলি। স্পষ্ট করে দিলেন, বয়সের কারণেই এই ফরম্যাট থেকে তাঁর অবসরের সিদ্ধান্ত।
লন্ডনে নিজের স্বেচ্ছাসেবী সংস্থা 'YouWeCan' ফাউন্ডেশনের অর্থ সংগ্রহের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন যুবরাজ সিং। সেখানে বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররা হাজির হন। সেখানে গিয়েছিলেন গৌতম গম্ভীর-সহ টিম ইন্ডিয়ার সব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। সচিন তেন্ডুলকর, ক্রিস গেইল, কেভিন পিটারসেন, ব্রায়ান লারা এবং আশিস নেহরার মতো প্রাক্তনও ছিলেন। সেই অনুষ্ঠানেই অবসর নিয়ে মুখ খোলেন বিরাট কোহলি।
নৈশভোজে একটি ছোট্ট অনুষ্ঠান হয়। সঞ্চালনা করেন গৌরব কাপুর। এতে অংশ নেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, কেভিন পিটারসেন, ক্রিস গেইল এবং ড্যারেন গফ। সেখানেই কোহলিকে ডেকে গৌরব জানান, মাঠে ভক্তরা তাঁর অনুভব করছেন।
গৌরবের কথার জবাব দিতে মজার ছলেই কোহলি বলেন,'দু'দিন আগেই আমার দাড়ি কলপ করেছি। যখন প্রতি চার দিন অন্তর দাড়ি কলপ করাতে হয়, তখন বুঝতে হবে যে এটাই বিদায়ের সময়'।
কোহলি হেসে বললেও ইঙ্গিত স্পষ্ট, বয়সের কারণেই টেস্ট ক্রিকেট সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসলে মাঠে নেমে নিজের সেরাটা দিতে ভালোবাসেন কিং কোহলি। ফিটনেস নিয়ে তো কথাই নেই। কিন্তু এখন হয়তো টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারছেন না। তাই একদিনের ক্রিকেটেই মনোনিবেশ করতে চান বিরাট কোহলি।