Virat Kohli and Rohit Sharma: অবসর তো কী হয়েছে? বিরাট-রোহিত টিম ইন্ডিয়ায় A+ ক্যাটেগরিতেই থাকছেন: BCCI

বিসিসিআই-এর চুক্তিতে A+ গ্রেডে থাকা মানেই সেই ক্রিকেটার বছরে ৭ কোটি টাকা পান। এর সঙ্গে রয়েছে বাড়তি ফ্যাসিলিটি—ফার্স্ট ক্লাস ট্রাভেল, সেরা কোচিং সাপোর্ট, আলাদা মেডিক্যাল সাপোর্ট এবং আরও অনেক কিছু।

Advertisement
অবসর তো কী হয়েছে? বিরাট-রোহিত টিম ইন্ডিয়ায় A+ ক্যাটেগরিতেই থাকছেন: BCCIVirat Kohli and Rohit Sharma
হাইলাইটস
  • রোহিত ও বিরাট টেস্ট ক্রিকেট, টি-২০ থেকে অবসর নিয়েছেন
  •  A+ গ্রেডে থাকা মানেই সেই ক্রিকেটার বছরে ৭ কোটি টাকা পান
  • রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ

T-20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু তাঁদের জন্য এখনও বিসিসিআই-এর সেরা গ্রেড, অর্থাৎ A+ চুক্তিই বহাল থাকছে। এই বিষয়ে সাফ জানিয়ে দিলেন বিসিসিআই সেক্রেটারি দেবজিত্‍ সাইকিয়া। তিনি বলেছেন, 'ওঁরা এখনও ভারতীয় ক্রিকেটের অংশ। এখনও পর্যন্ত তাঁদের ওয়ান ডে ফরম্যাট থেকে কেউ বাদ দেয়নি বা নিজেরা অবসর নেননি। তাই গ্রেড A+ এর সব সুযোগ-সুবিধা তাঁরা পাবেন।'

 A+ গ্রেডে থাকা মানেই সেই ক্রিকেটার বছরে ৭ কোটি টাকা পান

বিসিসিআই-এর চুক্তিতে A+ গ্রেডে থাকা মানেই সেই ক্রিকেটার বছরে ৭ কোটি টাকা পান। এর সঙ্গে রয়েছে বাড়তি ফ্যাসিলিটি—ফার্স্ট ক্লাস ট্রাভেল, সেরা কোচিং সাপোর্ট, আলাদা মেডিক্যাল সাপোর্ট এবং আরও অনেক কিছু। সাধারণত তিন ফরম্যাটে নিয়মিত খেলোয়াড়রাই এই গ্রেডে থাকেন। কিন্তু কোহলি ও রোহিত বর্তমানে শুধুমাত্র ওয়ান ডে খেলছেন। আগামী দিনে তাঁরা খেলবেন কি না, তাও নিশ্চিত নয়। এরপরেও তাঁদের জন্য এই বিশেষ মর্যাদা ধরে রাখার সিদ্ধান্তে বিসিসিআই বোঝাতে চাইল, তাঁদের অবদানকে তারা সম্মান জানাচ্ছে।

রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ

দু’জনেই ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় মুখ। রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। বিরাট এখনও ওয়ান ডে-তে ধারাবাহিক পারফর্ম করছেন। যদিও ফর্ম ও বয়স নিয়ে আলোচনা রয়েছে, বিসিসিআই এই মুহূর্তে তাঁদের পাশে থাকছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এটাই বোর্ডের কৌশল। হয়তো আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি বা বড় কোনও সিরিজে অভিজ্ঞদের কাজে লাগাতে চাইছে তারা। কারণ তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের প্রয়োজন এখনও রয়েই গেছে।

এই মুহূর্তে বিসিসিআই-এর গ্রেড A+ তালিকায় রয়েছেন জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এবং কে এল রাহুলও। তবে তাঁদের সকলেই নিয়মিত খেলছেন। তাই বিরাট-রোহিতের জায়গা নিয়ে কিছু প্রশ্ন উঠছে ঠিকই, কিন্তু বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিল, যতদিন তাঁরা খেলতে চান বা বোর্ডের পরিকল্পনায় থাকেন, তাঁদের যথাযোগ্য সম্মান দেওয়া হবে।

Advertisement

POST A COMMENT
Advertisement