রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিলের (Shubman Gill) পর বিরাট কোহলিও (Virat Kohli) ব্যর্থ হলেন রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলতে নেমে। রেলওয়েজের (Delhi vs Railways) বিরুদ্ধে মাত্র ৬ রান করেই আউট হতে হল কিং কোহলিকে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিরাট কোহলির খেলা দেখতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun jaitley Stadium) উপচে পড়েছিল ভিড়। তবে তাদের ফিরতে হল হতাশ হয়েই।
কীভাবে আউট হলেন বিরাট
২ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে ব্যাট করতে আসেন কোহলি। শুরু থেকে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। হিমাংশু সাংওয়ানের বলে একটা দারুণ স্ট্রেট ড্রাইভ মারেন বিরাট। আনন্দে আত্মহারা হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। এই শট দেখতেই তো এত বিশৃঙ্খলার মধ্যেও মাঠে ছুটে আসা। তবে পরের বলেই স্বপ্নভঙ্গ। তবে এবার অফস্ট্যাম্পের বাইরের বল নয়, বল এসে তাঁর অফস্ট্যাম্পটাই উড়িয়ে দিল। একটু পেছনের দিকে লেন্থ টেনে আনেন সাঙ্গওয়ান। ভেতরের দিকে ঢুকে আসা বলে বিরাটের কাছে কোনও উত্তর ছিল না। উইকেটে বল লাগার পর ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে। যে কোনও বোলারের কাছে যা স্বপ্ন। তবে হতাশ সমর্থকরা কিং কোহলি আউট হতেই বাড়ি মুখো হতে শুরু করেন।
বিরাটকে দেখতে বিশৃঙ্খলা
১৪ বছর পর দিল্লি রঞ্জি দলের হয়ে খেলতে নেমেছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট থেকে রান আসছে না। ফর্মে ফিরতে মরিয়া তারকা যেন ব্যাক টু দ্য বেসিক। তবে বিরাটকে দেখতে গিয়ে ব্যেছে।বিশৃঙ্খলা স্টেডিয়ামে। পুলিশের বাইক ভাঙচুর থেকে শুরু করে লাঠিচার্জ সবই হয়েছে। এতকিছুর মধ্যেও প্রথম চেষ্টায় সফল হতে পারলেন না বিরাট। সাঙ্গওয়ানের লেংথটাই যে বুঝতে পারেননি তিনি। তাই বলটা যে ঢুকে আসতে পারে সেটাও আন্দাজ করা সম্ভব হয়নি। ব্যাট কিছুটা শরীরের থেকে দূরেই থেকে গেল। আর ফাঁকা জায়গা পেয়ে বলটা আছড়ে পড়ল অফ স্ট্যাম্পে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফেরা জরুরী
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ফর্মে ফিরতেই হবে বিরাটকে। নিজের জন্য তো বটেই, ভারতীয় দলের জন্যও যা খুব দরকারি। হাতে খুব বেশি সময়ও নেই। ফলে দ্বিতীয় ইনিংসের দিকে নজর থাকবে সকলের। সেখানে বিরাট ভাল কিছু করতে পারেন কিনা সেটাই এখন দেখার। দিল্লির দর্শকরা তো বটেই, গোটা দেশ তাঁর ব্যাট থেকে একটা শতরান দেখতে চায়।