Virat Kohli Instagram: ইনস্টাগ্রামে কামব্যাক বিরাটের, কেন নিখোঁজ ছিল অ্যাকাউন্ট?

অবশেষে ইনস্টাগ্রামে ফিরল বিরাট কোহলির অ্যাকাউন্ট। তবে কিছুটা সময় সেই অ্যাকাউন্ট ছিল নিখোঁজ। আর ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের অ্যাকাউন্ট উড়ে যাওয়ার পরই সাধারণ মানুষের মনে আলোড়ন শুরু হয়েছিল। অনেকেই জানতে চাইছিলেন কেন হঠাৎ এভাবে ইনস্টাগ্রামকে বিদায় জানালেন কোহলি?

Advertisement
ইনস্টাগ্রামে কামব্যাক বিরাটের, কেন নিখোঁজ ছিল অ্যাকাউন্ট?ভিরাট কোহলির ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • অবশেষে ইনস্টাগ্রামে ফিরল বিরাট কোহলির অ্যাকাউন্ট
  • কিছুটা সময় সেই অ্যাকাউন্ট ছিল নিখোঁজ
  • অনেকেই জানতে চাইছিলেন কেন হঠাৎ এভাবে ইনস্টাগ্রামকে বিদায় জানালেন কোহলি?

অবশেষে ইনস্টাগ্রামে ফিরল বিরাট কোহলির অ্যাকাউন্ট। তবে কিছুটা সময় সেই অ্যাকাউন্ট ছিল নিখোঁজ। আর ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের অ্যাকাউন্ট উড়ে যাওয়ার পরই সাধারণ মানুষের মনে আলোড়ন শুরু হয়েছিল। অনেকেই জানতে চাইছিলেন কেন হঠাৎ এভাবে ইনস্টাগ্রামকে বিদায় জানালেন কোহলি?

যতদূর খবর, ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজের পর থেকেই কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইল নিখোঁজ ছিল। ২৭৪ মিলিয়ন ফলোয়ার থাকা সেই পেজটিকে এখন আর দেখা যাচ্ছিল না। পেজটিকে সার্চ করলে ইনস্টাগ্রাম মেসেজ দিচ্ছিল যে, 'This Page is not available.'

আর শুধু বিরাট নন, তাঁর ভাই বিকাশ কোহলির ইনস্টা অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে। তবে এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি বিরাট। এমনকী তাঁর ম্যানেজমেন্ট দলও এই বিষয়টা সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে। ও দিকে ইনস্টাগ্রামের প্রধান সংস্থা মেটাও এই নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না। যদিও অবশেষে ফিরল বিরাটের অ্যাকাউন্ট। 

কেন হঠাৎ উড়ে গিয়েছিল অ্যাকাউন্ট? 
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মুণির নানা মত। একদল মনে করছেন যে এটি প্রযুক্তিগত ত্রুটি। সেই কারণে বিরাটের ইনস্টা অ্যাকাউন্ট দেখা যাচ্ছিল না। আবার অপরদিকে অন্য একটা মতও রয়েছে। তাঁরা মনে করছেন, বিরাট কোহলি সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছেন ব্রেক। তিনি গোপনে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন। তাই ইনস্টা অ্যাকাউন্ট নিজেই ডিঅ্যাক্টিভেট করেছিলেন। 

হ্যাক হয়ে থাকতে পারে
বর্তমান ডিজিটালাইজেশনের যুগে হ্যাকিং একটা বড় সমস্যা। বড় বড় সেলিব্রিটিরা এই সমস্যায় পড়েন। তাই কিছু মানুষ মনে করছেন বিরাট কোহলির অ্যাকাউন্টও জালিয়াতদের খপ্পরে পড়তে পারে। সেই কারণেই হয়তো উড়ে যেতে পারে অ্যাকাউন্ট। তবে দাবি যাই হোক, তার সপক্ষে কোনও প্রমাণই কারও হাতে নেই।

বিরাট অনলাইন থাকেন কম
একটা কথা মাথায় রাখতে হবে যে বিরাট নিজের অনলাইন অ্যাক্টিভিটি অনেকটাই কমিয়ে দিয়েছিলেন। পোস্ট করতেন খুব কম। 

ওয়াকিবহল মহলের মতে, বিরাট কোহলি পৃথিবীর অন্যতম সেরা স্পোর্টস স্টার। তাঁকে ফলো করেন কোটি কোটি মানুষ। ক্রিকেটের বাইরেও তাঁর বিরাট পরিচিতি রয়েছে। তাই এমন এক চর্চিত মানুষের ইনস্টা প্রোফাইল ডিলিট হয়ে গেলে তো জল্পনা ছড়াবেই। 

Advertisement

দারুণ ফর্মে রয়েছেন বিরাট
চলতি বছরে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খুব ভাল খেলেছেন। ১০৮ বলে ১২৪ রানের ইনিংসও রয়েছে তাঁর। যদিও সেই ম্যাচে জিততে পারেনি ভারত।


 
POST A COMMENT
Advertisement