IPL-২০২৫ চলাকালীন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিসিসিআই অফিস থেকে চুরি গিয়েছে লক্ষাধিক টাকার জার্সি। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই খবর প্রকাশ করেছে। জানা যায়, জার্সিগুলো চুরি করেছিল ফারুক আসলাম খান। ৪০ বছর বয়সী ফারুক একজন নিরাপত্তারক্ষী। তাকে গ্রেফতারও করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া জার্সিগুলোর প্রতিটির দাম প্রায় আড়াই হাজার টাকা। ফারুক অনলাইনে জুয়ো খেলায় আসক্ত ছিল। ধার-দেনা হয়েছিল। তাই টাকার প্রয়োজন পড়ে। তখনই সে চুরির সিদ্ধান্ত নেয়। অভিযোগ, হরিয়ানার এক ব্যবসায়ীকে চুরি করা জার্সি বেচে দেয় ফারুক। তাদের দুজনের পরিচয় হয় অনলাইনে।
এই চুরির ঘটনা ঘটে ১৩ জুন। তবে তখনই কর্তৃপক্ষ বুঝতে পারেনি। পরে অডিটের সময় জার্সি চুরির বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। তারপরই তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফারুকের উপর সন্দেহ পড়ে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিরাপত্তারক্ষী দাবি করেছে, সে হরিয়ানার এক অনলাইন ডিলারের সঙ্গে জার্সি বিক্রির চুক্তি করে। কিন্তু কত টাকায় সেই চুক্তি হয়েছে তা নির্দিষ্টভাবে জানায়নি।
এদিকে ঘটনার তদন্তে নেমে হরিয়ানার সেই ডিলারকে ডেকে পাঠিয়েছে পুলিশ। সে কীভাবে এই জার্সি চুরির সঙ্গে যুক্ত হল তা জানার চেষ্টা হচ্ছে। পুলিশ সূত্রে যদিও খবর, সেউই অনলাইন ডিলার জানত না যে , সে যে জার্সি কিনেছে সেগুলো চুরির। তাকে জানানো হয়েছিল, স্টক ক্লিয়ারেন্সের জন্য জার্সিগুলো বিক্রি করা হচ্ছে। সেই জন্য সে কিনে নেয়।
তবে পুলিশ এখনও সবকটা জার্সি উদ্ধার করতে পারেনি। ২৬১টির মধ্যে কেবল ৫০টি মিলেছে। হরিয়ানার ওই ডিলার জানান, তাঁর কাছে জার্সি বিক্রি বাবদ টাকাও নিয়েছিল নিরাপত্তারক্ষী। পুলিশ জানিয়েছে, জুয়ো খেলে টাকা হারানোর যে দাবি ফারুক করেছে তা কতটা সত্যি সেটা খতিয়ে দেখা হবে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত শুরু হবে।