scorecardresearch
 

IPL Auction 2024: কোথায়-কখন IPL নিলাম ফ্রি-তে লাইভ দেখা যাবে? রইল সব তথ্য

IPL 2024-এর নিলাম হবে দুবাইয়ের কোকোকোলা এরিনায়। এই প্রথম ভারতের বাইরে নিলাম হচ্ছে আইপিএল-এর। ভারতীয় সময় দুপুর ১টা থেকে দেখা যাবে নিলাম প্রক্রিয়া।

Advertisement
আইপিএল ২০২৪ আইপিএল ২০২৪
হাইলাইটস
  • IPL Auction 2024 কোথায় দেখা যাবে?
  • কোথায় হবে IPL Auction 2024?
  • কতজন প্লেয়ার রয়েছেন নিলামের তালিকা?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPL 2024)-এর নিলাম (IPL Auction 2024) অনুষ্ঠান হবে ১৯ ডিসেম্বর অর্থাত্‍ মঙ্গলবার। এই প্রথম বিদেশে নিলাম হচ্ছে নিলাম। এবারের আইপিএল নিলামে ৩৩৩ জন প্লেয়ার রয়েছেন তালিকায়। ৭৭ জন প্লেয়ার বিক্রি হবেন। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো প্লেয়ার রয়েছে নিলামের তালিকায়।

IPL Auction 2024 কোথায় দেখা যাবে?

আইপিএল নিলাম ২০২৪ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। তবে নিলাম প্রক্রিয়া স্ট্রিমিং হবে না স্টার স্পোর্টসে। অতএব মোবাইলে বা ল্যাপটপে দেখা যাবে না। ল্যাপটপ, মোবাইল বা ট্যাবে নিলাম দেখতে গেলে Jio Cinema-এ লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

আরও পড়ুন

কোথায় হবে IPL Auction 2024?

IPL 2024-এর নিলাম হবে দুবাইয়ের কোকাকোলা এরিনায়। এই প্রথম ভারতের বাইরে নিলাম হচ্ছে আইপিএল-এর। ভারতীয় সময় দুপুর ১টা থেকে দেখা যাবে নিলাম প্রক্রিয়া।

কতজন প্লেয়ার রয়েছেন নিলামের তালিকা?

মোট ৩৩৩ জন প্লেয়ার রয়েছে নিলামের তালিকায়। তার মধ্যে ৭৭ জন প্লেয়ারকে কিনবে ১০টি টিম।

কোন দলের হাতে কত টাকা?

আইপিএল ২০২৪-এ ১০টি দলের পার্সে কত টাকা রয়েছে, একবার দেখে নেওয়া যাক। চেন্নাইয় সুপারকিংস-এর কাছে রয়েছে ৩১.৪ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ২৮.৯৫ কোটি টাকা, গুজরাত টাইটান্সের কাছে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা, কেকেআর-এর হাতে রয়েছে ৩২.৭ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টসের হাতে রয়েছে ১৩.১৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ১৭.৭৫ কোটি টাকা, পঞ্জাব কিংসের হাতে রয়েছে ২৯.১ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে রয়েছে ২৩.২৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস-এর হাতে রয়েছে ১৪.৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৩৪ কোটি টাকা।

Advertisement

Advertisement