Richest Indian Cricketer : টিম ইন্ডিয়ার সবথেকে ধনী কে- কার কত টাকার সম্পত্তি? জানুন

বিসিসিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে প্রতি বছর ও ম্যাচ প্রতি মোটা আঙ্কের টাকা পেয়ে থাকেন ক্রিকেটাররা। এছাড়াও বিজ্ঞাপন, ইভেন্ট থেকেও আয় হয় তাঁদের। ব্যবসায়ীদের পরে আমাদের দেশ ভারতে সবথেকে বেশি টাকা রোজগার করেন বলিউড তারকা ও ক্রিকেটাররা।

Advertisement
টিম ইন্ডিয়ার সবথেকে ধনী কে- কার কত টাকার সম্পত্তি? জানুন  Team India
হাইলাইটস
  • ভারতের ক্রিকেটারদের মধ্যে সবথেকে ধনী কে?
  • বিরাট কোহলি না রোহিত শর্মা? কার কত সম্পত্তি

সবে শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে সেরার খেতাব জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়েছেন বিরাট-রোহিতরা। যা নিয়ে খুশি গোটা দেশ। 

বিসিসিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে প্রতি বছর ও ম্যাচ প্রতি মোটা আঙ্কের টাকা পেয়ে থাকেন ক্রিকেটাররা। এছাড়াও বিজ্ঞাপন, ইভেন্ট থেকেও আয় হয় তাঁদের। ব্যবসায়ীদের পরে আমাদের দেশ ভারতে সবথেকে বেশি টাকা রোজগার করেন বলিউড তারকা ও ক্রিকেটাররা। ইন্ডিয়ান ক্রিকেট টিমে রোহিত শর্মা, বিরাট কোহলি, জাদেজা, মহম্মদ শামির মতো সিনিয়র খেলোয়াড়রা আছেন। তাঁরা অনেক দিন ধরে খেলছেন। স্বাভাবিক কারণেই তাঁদের আয় বেশি। তবে বরুণ চক্রবর্তী, শুভমন গিলের মতো তুলনামূলক জুনিয়ররাও আছেন, যাঁদের আয়ও নেহাত কম নয়। আসুন জেনে নিই ভারতের কোন ক্রিকেট তারকা কত টাকার মালিক। 

বর্তমানে যে ভারতীয় ক্রিকেট টিম রয়েছে সেই সদস্যদের মধ্যে সব থেকে বেশি আয় করেন বিরাট কোহলি (Virat Kohli Net Worth)। তার সম্পত্তিও সব থেকে বেশি। BCCI এর সঙ্গে A+ চুক্তিতে আবদ্ধ তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫০ কোটি টাকা। 

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma Net Worth)। তাঁর বার্ষিক বেতন প্রায় ৭ কোটি টাকা। তিনি প্রায় ২১৪ কোটি টাকার মালিক। 

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে এরপরই রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Net Worth)। তাঁর সম্পত্তিও ১২০ কোটি টাকার বেশি। 

এরপরই রয়েছেন কেএ রাহুল (KL Rahul Net Worth) । তিনি প্রায় ১০০ কোটি টাকার মালিক। তাঁর কাছাকাছি রয়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya net worth)। প্রায় ৯৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। আর এক সিনিয়র ক্রিকেটার মহম্মদ সামি বিসিসিআই-এর কাছ থেকে বছরে ৫ কোটি পান। সব মিলিয়ে তাঁর সম্পত্তি প্রায় ৫৫ থেকে ৬০ কোটি টাকার। এবারের টুর্নামেন্টে নজর কেড়েছেন শ্রেয়াস আইয়ার। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫৮ কোটি টাকা। কম যান না অক্ষয় প্যাটেলও। ইন্ডিয়ান ক্রিকেটের একাধিক ফরম্যাটে খেলেছেন তিনি। এখন বিশ্বের অন্যতন বড় অলরাউন্ডার। তাঁর সম্পত্তি রয়েছে প্রায় ৫৫ থেকে ৬০ কোটি টাকার। 

Advertisement

গত দেড় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নজর কেড়েছেন মিষ্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy Net Worth)। আইপিএল-এ তো বটেই, জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি ও ওয়ান ডে-তে দারুণ পারফরম্যানন্স দিয়েছেন তিনি। তাঁর সম্পত্তি রয়েছে প্রায় ৪০ কোটি টাকার।    

POST A COMMENT
Advertisement