New Captain Team India: রোহিতের পরে কে? নতুন ক্য়াপ্টেন বাছার কাজ শুরু করল BCCI

New Captain Team India: টেস্ট ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক কে হবেন, সেই প্রশ্ন এখন ক্রিকেট মহলে তুমুল আলোচনার বিষয়। বিসিসিআই এমন একজন অধিনায়ক খুঁজছে, যিনি দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দিতে পারবেন এবং ভারতের সাফল্য নিশ্চিত করবেন।

Advertisement
রোহিতের পরে কে? নতুন ক্য়াপ্টেন বাছার কাজ শুরু করল BCCIরোহিতের পরে কে? নতুন ক্য়াপ্টেন বাছার কাজ শুরু করল BCCI

New Captain Team India: ভারতীয় ক্রিকেট দলে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। রোহিত শর্মা খুব শিগগিরই ৩৮ বছরে পা রাখতে চলেছেন, এবং তাঁর নেতৃত্বে সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হতাশাজনক। টেস্ট ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক কে হবেন, সেই প্রশ্ন এখন ক্রিকেট মহলে তুমুল আলোচনার বিষয়। বিসিসিআই এমন একজন অধিনায়ক খুঁজছে, যিনি দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দিতে পারবেন এবং ভারতের সাফল্য নিশ্চিত করবেন।

রোহিত শর্মার পর ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হবেন? বিসিসিআই খুঁজছে নতুন বিকল্প!
রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগেই ৩৮ বছর বয়সী হয়ে যাবেন। দীর্ঘদিন ধরে জসপ্রিত বুমরাহ তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে, তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ থাকায় বিসিসিআই তাঁকে টেস্ট অধিনায়ক করার বিষয়ে নিশ্চিত নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে পরাজয়ের ফলে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৩-২৫ এর ফাইনালে পৌঁছাতে পারেনি। এই সিরিজে রোহিত শর্মার পারফরম্যান্স একেবারেই হতাশাজনক ছিল—তিনি পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন। তাঁর বাজে ফর্মের কারণে তিনি নিজেই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

রোহিতের পর কে অধিনায়ক?
অস্ট্রেলিয়ায় বড় পরাজয়ের পর বিসিসিআই ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। TOI-এর রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মার পর টেস্ট দলে নেতৃত্ব দেওয়ার জন্য বিসিসিআই নতুন বিকল্প খুঁজছে। যদিও সম্ভাবনা রয়েছে যে রোহিতই ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক থাকবেন, যেখানে জুন-আগস্টের মধ্যে পাঁচটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে তিনি কতদিন টেস্ট দলে থাকবেন, সেটাই এখন দেখার বিষয়।

বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, “সাম্প্রতিক নির্বাচনী সভায় রোহিতের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি তাঁর পরিকল্পনা কীভাবে সাজাতে চান। টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই নিশ্চিত হতে চায় যে অধিনায়কত্বের পরিবর্তন যেন সঠিকভাবে হয়।”

Advertisement

বুমরাহ নাকি অন্য কেউ?
বুমরাহ সহ-অধিনায়ক হলেও, তাঁর ফিটনেস নিয়ে সংশয় থাকায় নির্বাচকরা একজন নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী অধিনায়ক খুঁজছেন। “বুমরাহের জন্য দীর্ঘ টেস্ট সিরিজ বা পুরো মৌসুম খেলা সবসময় অনিশ্চিত। নির্বাচকরা তাই একজন স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী অধিনায়ক চান,” সূত্র জানিয়েছে।

নতুন প্রজন্ম থেকে অধিনায়ক?
ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ঋষভ পন্ত ও যশস্বী জয়সওয়ালের নাম উঠে এসেছে। পন্ত এর আগে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন এবং আইপিএলেও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক নতুন হলেও, টেস্ট ফরম্যাটে যশস্বীর ধারাবাহিকতা তাঁকে একটি শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরছে।

সূত্র আরও জানিয়েছে, “শুভমান গিলও অধিনায়কত্বের দৌড়ে রয়েছে, তবে টেস্টে তাঁর পারফরম্যান্স এখনো স্থিতিশীল নয়। অন্যদিকে, পন্তের ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে, যা তাঁকে এগিয়ে রাখে।”

কে এল রাহুল কি দৌড়ে?
কে এল রাহুলও সম্ভাব্য অধিনায়কদের তালিকায় রয়েছেন। তবে গত ১২-১৫ মাসে তাঁর ভালো পারফরম্যান্স সত্ত্বেও বিসিসিআই তাঁর অবস্থান নিয়ে নিশ্চিত নয়।

তাহলে কে হবেন অধিনায়ক?
বিসিসিআই এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি, তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে হয়তো ঋষভ পন্ত বা যশস্বী জয়সওয়ালের মতো তরুণ প্রতিভার হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যত সম্পর্কে কী সিদ্ধান্ত নেন, সেটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে।
 

 

POST A COMMENT
Advertisement