India vs Aus: টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতা, কম প্র্যাকটিস; ঠিক কী কী কারণে অস্ট্রেলিয়ার কাছে হারল টিম ইন্ডিয়া?

একদিনের ক্রিকেটে রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন শুভমন গিলের হাতে দিয়েছে BCCI। তবে শুরুটা ভালো হল না গিলের। তাঁকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচে হেরে সিরিজ শুরু করতে হল।

Advertisement
টপ অর্ডারের ব্যর্থতা, কম প্র্যাকটিস; ঠিক কী কী কারণে অস্ট্রেলিয়ার কাছে হারল টিম ইন্ডিয়া?India vs australia
হাইলাইটস
  • প্রথম ম্যাচেই অজিদের কাছে হার ইন্ডিয়ার
  • কেন হারলেন শুভমন গিলরা?

একদিনের ক্রিকেটে রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন শুভমন গিলের হাতে দিয়েছে BCCI। তবে শুরুটা ভালো হল না গিলের। তাঁকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচে হেরে সিরিজ শুরু করতে হল। রবিবার বৃষ্টিবিঘ্নিত পার্থের মাঠে টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ প্রথমে ব্যাট করতে পাঠায় টিম ইন্ডিয়াকে। ডিএলএস পদ্বতিতে ১৩১ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। তবে হেলায় সেই রান তুলে দেয় অজিরা। হাতে তখনও তাদের বাকি ২৯টি বল। 

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ম্যাচে হারের অন্যতম কারণই হল টপ অর্ডারের ব্যাটারদের তড়িঘড়ি উইকেট পড়ে যাওয়া। মাত্র ৫০ রানের মধ্যে চারটি উইকেট হারান গিলরা। অনেক প্রত্যাশা থাকলেও কোনও রান না করেই আউট হয়ে যান বিরাট কোহলি। সেখানে রোহিত শর্মা করেন মাত্র ৮ রান। গিল ও শ্রেয়স করেন যথাক্রমে ১০ ও ১১ রান। টপ অর্ডারের ব্যাটারদের দ্রুত আউট হওয়ার ফলে চাপ বাড়ে পরবর্তী ব্যাটারদের মধ্যেও। যদিও কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন কেএল রাহুল ও অক্ষর প্যাটেল। কিন্তু বড় রানের লক্ষ্য তাঁরা দিতে পারেননি। 

ম্যাচে পরাজিত হওয়ার দ্বিতীয় কারণ হল, ভারতীয়দের অস্ট্রেলিয়ায় গিয়ে প্র্যাকটিসের অভাব। সিরিজ শুরু হওয়ার মাত্র তিনদিন আগেই সেই দেশে পৌঁছেছে টিম ইন্ডিয়া। ফলে ক্রিকেটাররা ভালোভাবে প্র্যাকটিসের সুযোগ পাননি। পরিস্থিতি বুঝে ওঠার জন্য আরও আগে যাওয়া উচিত ছিল গিলদের। 

বাউন্সি পিচে ভারতীয় ক্রিকেটাররা ভালো খেলেন না। এই অভিযোগ দীর্ঘদিনের। তা যে খুব একটা মিথ্যা নয় সেটাও ফের প্রমাণিত হল এদিন। মিচেল স্টার্ক, নাথান এলিস এবং জশ হ্যাজেলউডের পেসের মুখে ধসে যায় ভারতীয় ব্যাটিং লাইনআপ।  তবে অজিরা যেহেতু সেই পরিবেশে অভ্যস্ত তাই সিরাজ, রানাদের খেলতে তেমন সমস্যায় পড়তে হয়নি। 

বৃষ্টির কারণে ম্যাচ বিঘ্নিত হয়েছে। খেলা থামাতে হয়েছে বাধ্য হয়ে একাধিকবার। সেটাও ভারতের ম্যাচ হারার অন্যতম কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদি ৫০ ওভারের খেলা হত, সেক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারতেন ভারতীয় ব্যাটাররা। তবে সেটা পারেননি। বৃষ্টির কারণে বারে বারে খেলার ধরণ বদলাতে হয়েছে রাহুল, প্যাটেলদের। কখনও চালিয়ে আবার কখনও ডিফেন্সিভ খেলায় আশ্রয় নিতে হয়েছে। 

Advertisement

ভারতীয় বোলারদের ভূমিকাও প্রশ্নের বাইরে নয়। ট্র্যাভিস হেডের উইকেট ম্যাচের প্রথম কয়েক ওভারের মধ্যে পড়লেও তারপর আর ম্যাচে ফিরতে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শের উইকেট পেলে ভারত হয়তো ম্যাচে ফিরতে পারত, কিন্তু তা হয়নি। পরে ফিলিপ ও রেনস মার্শকে সহযোগিতা করেন। এতে সহজেই গেম জিতে নেয় অজিরা। 

 

POST A COMMENT
Advertisement