Ravichandran Ashwin Retirement: 'বিরক্ত হয়ে গিয়েছিলাম' টেস্ট থেকে অবসরের কারণ জানাতে গিয়ে বিস্ফোরক অশ্বিন

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন হঠাৎ করেই অবসর নিয়ে নেন রবিচন্দ্রন অশ্বিন। আর এবার সেই অবসরের কারণ নিয়ে মুখ খুললেন ভারতের কিংবদন্তি স্পিনার। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০-এরও বেশি টেস্ট উইকেট শিকার করা অশ্বিন গত ডিসেম্বরে ব্রিসবেনে তৃতীয় টেস্টের পর অবসর ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছিলেন।

Advertisement
'বিরক্ত হয়ে গিয়েছিলাম' টেস্ট থেকে অবসরের কারণ জানাতে গিয়ে বিস্ফোরক অশ্বিন ১ ডিসেম্বর, ২০২৪-এ তোলা এই ছবিতে ভারতের স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেট ওয়ার্ম-আপ সেশনে যোগ দিতে আসছেন

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন হঠাৎ করেই অবসর নিয়ে নেন রবিচন্দ্রন অশ্বিন। আর এবার সেই অবসরের কারণ নিয়ে মুখ খুললেন ভারতের কিংবদন্তি স্পিনার। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০-এরও বেশি টেস্ট উইকেট শিকার করা অশ্বিন গত ডিসেম্বরে ব্রিসবেনে তৃতীয় টেস্টের পর অবসর ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছিলেন।

ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের সাক্ষাৎকার নিতে গিয়ে নিজের কথা বলেন অশ্বিন। মূলত বিদেশ সফরে গিয়েও, দলে সুযোগ না পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার। ইউটিউব চ্যানেলে কথা বলার সময়, অশ্বিন রাহুল দ্রাবিড়কে বলেন, 'আমি স্বীকার করছি যে আমার বয়স হয়ে গিয়েছে, কিন্তু বারবার সফরে গিয়েও, বেশিরভাগ সময় বাইরে বসে থাকা আমাকে বিরক্ত করতে শুরু করেছিল।' 

এরপর অশ্বিন আরও বলেন, 'এমনটা নয় যে আমি দলে অবদান রাখতে চাইনি, কিন্তু তারপর ভাবতে শুরু করলাম যে বাড়িতে বাচ্চাদের সঙ্গে সময় কাটানোটাই কি ভালো নয়? তারাও বড় হচ্ছে। আর আমি এখানে বসে কী করছি? আমার সবসময় মনে ছিল যে আমি ৩৪-৩৫ বছর বয়সে অবসর নেব। কিন্তু মাঝখানে একটানা খেলতে না পারার কারণে, আমি সিদ্ধান্ত নিলাম।' 

বিদেশে অশ্বিনের পারফরম্যান্স
অশ্বিন ২০১১ সালের নভেম্বরে টেস্ট অভিষেক করেন। ভারতে খেলা ৬৫টি টেস্টে তিনি ৩৮৩টি উইকেট এবং বিদেশে ৪০টি টেস্টে ১৫০টি উইকেট নিয়েছিলেন। একই সঙ্গে, নিরপেক্ষ ভেন্যুতে খেলা একমাত্র টেস্ট, ২০১৯-২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে) তিনি ৪টি উইকেট নিয়েছিলেন।

দ্রাবিড়, রোহিত শর্মা সম্পর্কে কী বললেন? 
সাক্ষাৎকারে দ্রাবিড়, রোহিত শর্মার প্রশংসা করে বলেন, 'রোহিত শর্মার শান্ত স্বভাব, দলের প্রতি যত্নশীল এবং স্পষ্টভাবে নিজের চিন্তাভাবনা শেয়ার করে নেওয়া, এই ব্যাপারগুলো দারুণ ছিল।' এই জুটিকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক-কোচ জুটির মধ্যে একটা বলে গণ্য করা হত।

Advertisement

ক্যাপ্টেন রোহিত এবং কোচ দ্রাবিড়ের নেতৃত্বে, ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম করেছে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও ট্রফি জিততে পারেনি। তবে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। দ্রাবিড় অশ্বিনকে এ প্রসঙ্গে বলেন, 'এটা দারুন একটা সময় ছিল। আমি সবসময় মনে করি, ও দলের ব্যাপারে অনেক যত্নশীল এবং প্রথম দিন থেকেই ও সেটা স্পষ্ট করেছিল। এটা যে কোনও অধিনায়ক-কোচ সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি সবসময় বিশ্বাস করি যে দলটা অধিনায়কের হওয়া উচিত। আমি একজন খেলোয়াড়ের পাশাপাশি একজন ক্যাপ্টেনও ছিলাম, তাই জানি অধিনায়ককেই দলের দিকনির্দেশের কাজে মূল ভূমিকা নিতে হয়।'   

POST A COMMENT
Advertisement