Virat Kohli: ফর্ম-ফিটনেস সবই ছিল, তারপরও হঠাৎ কেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট?

সপ্তাহখানেক আগে জানা যায়, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা বিসিসিআইকে জানিয়েছেন। তবে তাঁকে নাকি নিরস্ত করার চেষ্টা করেন নির্বাচকরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধও করা হয় তাঁকে।

Advertisement
ফর্ম-ফিটনেস সবই ছিল, তারপরও হঠাৎ কেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট?Virat Kohli
হাইলাইটস
  • সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি
  • কিং কোহলির এই সিদ্ধান্তে হতচকিত ক্রিকেট বিশ্ব

সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। কিং কোহলির এই সিদ্ধান্তে হতচকিত ক্রিকেট বিশ্ব। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, বিরাট ফর্মে ছিলেন, ফিট রয়েছেন, আবার সামনেই ইংল্যান্ড সফর। এই সময় অবসর নেওয়া অবাক করার মতো ঘটনা। 

aajtak-এর স্পোর্টস এডিটর বিক্রান্ত গুপ্তার মতে, এই সিদ্ধান্ত আশ্চর্যজনক তো বটেই। গত কয়েক সপ্তাহ ধরেই এমন কিছু ঘটনা ঘটে চলেছে যেগুলো প্রত্যাশিত নয়। যেমন, প্রথমে রোহিত শর্মার অবসর তারপর কোহলির। এ যেন সেই ২০১১-১২ সাল। তখন পরপর দুটো সিরিজ হারের পর অনেক সিনিয়র খেলোয়াড় অবসর নিয়েছিলেন। 

বিক্রান্ত গুপ্তার মতে, বিসিসিআই-এর ভিতরে এমন কিছু চলছে যেগুলো হয়তো সামনে আসছে না। কারণ বিরাট কোহলির মানসিকতা এবং প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছিল, তিনি ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত। ১০ হাজার রানের মাইলস্টোনের থেকেও তিনি বেশি দূরে নন। ফিটনেসের দিক থেকে এগিয়ে।

বিক্রান্ত বলেন, 'বড় খেলোয়াড়রা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সিরিজকে সব সময় চ্যালেঞ্জ হিসেবে দেখে। গত পাঁচ বছর ধরে টেস্টে বিরাট কোহলির গড় কমছে। বিরাট ইংল্যান্ডের হয়ে লাল বলে অনুশীলন করছিলেন। আমি বিশ্বাস করি না কোহলি ইংল্যান্ডে যেতে চাইছিলেন না।' 

সপ্তাহখানেক আগে জানা যায়, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা বিসিসিআইকে জানিয়েছেন। তবে তাঁকে নাকি নিরস্ত করার চেষ্টা করেন নির্বাচকরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধও করা হয় তাঁকে। 

কোনও কোনও প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিরাট কোহলি ফের  টেস্টে অধিনায়ক হতে চান। তবে বিসিসিআই এই প্রস্তাবের জন্য প্রস্তুত নয়। যদিও এগুলো সবই জল্পনা। বিরাট বা বিসিসিআই-এর তরফে এই বিষয়গুলো নিয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। 

ICC-র তালিকায় চতুর্থ স্থানে থাকা বিরাট কোহলি প্রায় ৭ বছর ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে তিনিই সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। কিন্তু ইংল্যান্ডের মতো এত গুরুত্বপূর্ণ এক সিরিজের আগে তাঁর অবসর নেওয়া মেনে নিতে পারছেন না ফ্যানরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement