অস্ট্রেলিয়া সিরিজের পরই অবসর নেবেন রোহিত-কোহলি? উত্তর দিলেন রাজীব শুক্লা

গত মে মাসে টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত ও কোহলি। ফলে অস্ট্রেলিয়া সফরে তাঁরা প্রত্যাবর্তন করবেন। সিরিজের জন্য দল ঘোষণার আগেই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছেন নির্বাচকরা।

Advertisement
অস্ট্রেলিয়া সিরিজের পরই অবসর নেবেন রোহিত-কোহলি? উত্তর দিলেন রাজীব শুক্লা Virat Kohli,Rohit Sharma
হাইলাইটস
  • ওয়ানডে সিরিজ থেকে অবসর নিতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা
  • সেই জল্পনা নিয়ে মুখ খুললেন রাজীব শুক্লা

অস্ট্রেলিয়া সফরের পরই নাকি ওয়ানডে সিরিজ থেকে অবসর নিতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁদের নাকি পরবর্তী বিশ্বকাপে দলে রাখা হবে না। তবে সেই জল্পনায় জল ঢাললেন BCCI-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। 

রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। এখন তাঁরা শুধুমাত্র ৫০ ওভারের ম্যাচই খেলেন। তাঁদের অবসর নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা উড়িয়ে দিয়ে রাজীব জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজে রোহিত, কোহলির থাকা দলের জন্য ভালো। তাঁরা অবসর নেবেন, এমন কোনও খবর নেই।  

তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির থাকা সব সময় বাড়তি সুবিধা। কারণ, তাঁরা দুর্দান্ত ব্যাটার। অভিজ্ঞতাও অনেক। আমরা মনে করি, দুজনের উপস্থিতিতে অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হব। অনেকে বলছেন, এটা তাঁদের শেষ সিরিজ। সেটা একেবারেই নয়। আমাদের কখনও এই বিষয়গুলোতে নাক গলানো উচিত নয়। খেলোয়াড়রা কখন অবসর নেবেন সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটিই দুজনের শেষ সিরিজ সেটা বলা সম্পূর্ণ ভুল। এই জল্পনার কোনও ভিত্তি নেই।' 

গত মে মাসে টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত ও কোহলি। ফলে অস্ট্রেলিয়া সফরে তাঁরা প্রত্যাবর্তন করবেন। সিরিজের জন্য দল ঘোষণার আগেই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছেন নির্বাচকরা। সেই দায়িত্ব সামলাবেন শুভমন গিল। 

বিসিসিআই-এর এই সিদ্ধান্তের পর থেকেই জল্পনা শুরু হয়, রোহিত ও কোহলিকে হয়তো টিমে রাখতে চাইছেন না নির্বাচকরা। তবে সেই জল্পনায় আপাতত জল ঢাললেন রাজীব শুক্লা। 


POST A COMMENT
Advertisement