শাকিব আল হাসানBangladesh vs South Africa: রক্তক্ষয়ী হিংসার পরে বাংলাদেশে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের (Sheikh Hasina)। হাসিনার দল আওয়ামি লিগের সাংসদ ও সেলেব্রিটি নেতা শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাও তিনি। এহেন শাকিব বাংলাদেশে ফিরতে গিয়ে রীতিমতো আতঙ্কিত। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর আশ্বাস, শাকিব বাংলাদেশে ফিরলে তাঁর কোনও ক্ষতি হবে না।
ঢাকায় ১৪৭ জনকে খুনে অভিযুক্তদের তালিকায় শাকিব
বস্তুত, বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতি ও তারপরে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবার আগামী মাসে অর্থাত্ অক্টোবরে বাংলাদেশ সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা দল। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ হবে। সেই সিরিজে শাকিব খেলবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঢাকায় হিংসাত্মক আন্দোলনে ১৪৭ জনকে খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে শাকিবেরও। গত জানুয়ারি মাসেই আওয়ামি লিগের টিকিটে দাঁড়িয়ে সাংসদও হয়েছিলেন তিনি। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ নেতাদের মধ্যে একজন।
বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যান কানাডা
এহেন পরিস্থিতিতে বাংলাদেশ ফিরতে ভয় পাচ্ছেন শাকিব। বাংলাদেশের রক্তাক্ত পরিস্থিতির সময় তিনি পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে কানাডা চলে যান। সেখানেই গ্লোবাল T20 লিগ খেলছিলেন। তারপর তিনি চলে যান পাকিস্তানে একটি টেস্ট সিরিজ খেলতে। পরে সুরিতে কাউন্টি খেলেন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন, ভারত-বাংলাদেশ সিরিজে খেলছেন।
শাকিব নিয়ে কী বলছে বিসিবি?
শাকিবের দেশে ফেরার প্রসঙ্গে বিসিবি-র প্রধান শাহরিয়র নাফিস বলেন, 'অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলেছে বিসিবি। আমি স্পষ্ট করতে চাই, শাকিবকে কোনও ভাবেই হেনস্থা করা হবে না। আমার মনে হয়, মাননীয় প্রধান উপদেষ্টা নিশ্চয়ই শাকিবের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট বার্তা হল, যে কেস ফাইল করা হয়েছে, তাতে শাকিবকে কোনও ভাবেই হেনস্থা করা হবে না। বাংলাদেশে হওয়া সিরিজে শাকিবের না খেলার কোনও কারণ আমি অন্তত দেখছি না, যদি না তাঁর চোট আঘাত থাকে।'