Ravi Shastri on Rohit Kohli: ২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত, কোহলি? ভবিষ্যদ্বাণী রবি শাস্ত্রীর

২০২৭ সালের বিশ্বকাপে কি দেখা যাবে 'রো-কো' (রোহিত শর্মা, বিরাট কোহলি) কে? তাঁদের জন্য কি পড়বে হাততালি? তাঁদের জন্য হাততালিতে কি ফেটে যাবে মাঠ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সকলেই নিজের মতো করে এই বিষয়ে মন্তব্য করছেন। অবশেষে এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী।

Advertisement
২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত, কোহলি? ভবিষ্যদ্বাণী রবি শাস্ত্রীর
হাইলাইটস
  • ২০২৭ সালের বিশ্বকাপে কি দেখা যাবে 'রো-কো' (রোহিত শর্মা, বিরাট কোহলি) কে
  • তাঁদের জন্য কি পড়বে হাততালি
  • তাঁদের জন্য হাততালিতে কি ফেটে যাবে মাঠ

২০২৭ সালের বিশ্বকাপে কি দেখা যাবে 'রো-কো' (রোহিত শর্মা, বিরাট কোহলি) কে? তাঁদের জন্য কি পড়বে হাততালি? তাঁদের জন্য হাততালিতে কি ফেটে যাবে মাঠ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সকলেই নিজের মতো করে এই বিষয়ে মন্তব্য করছেন। অবশেষে এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী। বিরাট ও কোহলির ভবিষ্যৎ সম্পর্কে তাঁর মন্তব্য, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে এই দুইজনের ফর্ম দেখেই বোঝা যাবে তাঁরা ২০২৭ সালের বিশ্বকাপ খেলবে কি না। শুধু তাই নয়, তাঁদের ফিটনেস, ফর্ম এবং মোটিভেশনই ঠিক করে দেবে ভবিষ্যৎ বলে জানান তিনি।

কী বললেন শাস্ত্রী? 
তিনি বলেন, 'এই কারণেই তাঁরা এখানে রয়েছে (অস্ট্রেলিয়ার বিরদ্ধে ওডিআই সিরিজে রোহিত ও কোহলির উপস্থিতি)। তাঁরা এই মিক্সের সঙ্গেই রয়েছে। আসলে এটা ওদের ফিটনেসের উপর নির্ভর করছে। ওদের খিদে এবং নিশ্চিতভাবে ওদের ফর্মও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই আমার মনে হয়,এই সিরিজটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওরা কেমন খেলে, সেটা দেখার।'

স্টিভ স্মিথের সঙ্গেও তুলনা করেন 
বিরাট ও রোহিত প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্টিভ স্মিথের ওডিআই রিটায়ারমেন্টের কথাও তোলেন। তাঁর মতে, এই ধরনের সিদ্ধান্ত খেলোয়াড়দের নিজেদেরই নেওয়া উচিত। তাঁদের সিদ্ধান্তই ফাইনাল।

তিনি বলেন, 'তাঁরা (রোহিত এবং কোহলি) এই সিরিজটা খেলেই নিজেরাই বুঝতে পারবে। তার পর এটা ওদের কল। আর এমনটাই স্মিথের ক্ষেত্রেও প্রযোজ্য অস্ট্রেলিয়ার দৃষ্টিকোণ থেকে।'

টি২০ এবং টেস্ট থেকে অবসর নিয়েছে রোহিত কোহলি
ইতিমধ্যেই টি২০ এবং টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছে রোহিত এবং কোহলি।  এখন তাঁরা মাত্র একটি ফরম্যাট, অর্থাৎ ওয়ান ডে খেলবেন। ফলে তাঁদের কাছে প্রস্তুতির সুযোগ কম। আর এমন পরিস্থিতিতেই ভারতীয় দলে অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয় শুভমন গিলকে। তার পরই রোহিত এবং বিরাটকে ২০২৭ সালের ওয়ার্ল্ড কাপে দেখা যাবে না বলে জল্পনা শুরু হয়। এমনকী তাঁদের বিরুদ্ধে এটা নতুন ষড়যন্ত্র বলেও অনেকে দাবি করেন। 

Advertisement

তবে ভারতীয় দল বা বিসিসিআই-এর তরফে এই বিষয়ে কিছুই বলা হয়নি। স্পিকটি নট মোডে রয়েছেন গৌতম গম্ভীরও। এমনকী মুখ খোলেননি রোহিত এবং কোহলি। তাই এখন দেখার আদতে তাঁদের সঙ্গে কী হয়। তাঁরা ২০২৭ সালের দল ভাবনায় থাকেন নাকি তাঁদের বাদ দিয়ে দেওয়া হয়।  

 

POST A COMMENT
Advertisement