ছবি সৌজন্য : ICC - International Cricket Council ফেসবুকরবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। ম্যাচের পর ক্যাপ্টেন রোহিত শর্মা সাফ জানিয়ে দেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না। সামনের দিকে এগিয়ে যেতে চান। তাই তাঁর অবসর নিয়ে কোনও জল্পনা যেন তৈরি না হয়।
রোহিত পরিষ্কার করে দেন তিনি আপাতত খেলা চালিয়ে যাবেন। কিন্তু কতদিন সেই প্রশ্নের উত্তর তাঁর তরফ থেকে মেলেনি। রোহিতের কথা শোনার পর বলাবলি শুরু হয়, তাহলে কি ২০২৭ বিশ্বকাপও খেলবেন হিটম্যান? সেই ইঙ্গিতই কি দিলেন? সেই প্রশ্নের উত্তরও পাওয়া গেল। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এখনই ভবিষ্যৎ নিয়ে তেমন ভাবছেন না। এই জেতাটা উপভোগ করতে চাইছেন মাত্র।
ওই সংবাদ মাধ্যমের তরফে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল,'ওয়ানডে বিশ্বকাপ খেলার বিষয়ে আপনি কী ভাবছেন?' রোহিত শর্মা বলেন 'এখন আমি বর্তমান নিয়ে আছি। যেভাবে বিষয়গুলো আমার কাছে আসছে, সেভাবেই দেখছি। আমার বেশি দূরের চিন্তা করা ঠিক হবে না। এই মুহূর্তে আমার লক্ষ্য ভালো খেলা। খেলায় মনোযোগ দেওয়া।'
তারপরই তাঁর সংযোজন, 'আমি ২০২৭ বিশ্বকাপ খেলব কি না, তার রূপরেখা এখন থেকেই ঠিক করতে চাই না। তাই এখনই কিছু বলব না। এটা নিয়ে এখনই কথা বলে লাভ নেই। সত্যিট হল আমার ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলাম। এখন ক্রিকেট উপভোগ করছি। দলের সঙ্গে সময় কাটাচ্ছি। সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে।'
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে মাত্র ৪১ বলে হাফ সেঞ্চুরি করেন রোহিত। ৮৩ বলে ৭৬ রান করে আউট হন। তাঁর ইনিংস ছিল ৩ ছক্কা ও ৭ চার দিয়ে সাজানো। ম্য়াচের সেরাও হন তিনি। ২০২৪ সালের জুন মাসে অধিনায়ক হিসেবে জিতেছিলেন টি-২০ বিশ্বকাপ। তার ঠিক ন মাসের মাথায় জিতলেন চ্যাম্পিয়ন্স ট্রফি।