রিচা ঘোষকিছুদিন আগেই বিশ্বকাপ জিতেছেন। তাঁর মারকাটারি ব্যাটিং মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। রিচা ঘোষকে ওইমেন্স প্রিমিয়ার লিগে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতীয় দলের হয়ে ছয় বা সাত নম্বরে ব্যাট করতে নেমে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল বাংলার মেয়েকে। এবারে WPL-এ ফের সফল হবেন? সেটা সময় বলবে।
বিগ-হিটিং কিপার-ব্যাটসম্যান রিচা ঘোষকে ২.৭৫ কোটি টাকা (৩১০,০০০ ডলার) দিয়ে ধরে রেখেছে। ডব্লিউপিএলে, তিনি ২৬টি ম্যাচ খেলে ১৫০.৯৬ স্ট্রাইক-রেটে ৬২৫ রান করেছেন। ফলে বোঝাই যাচ্ছে, গত মরসুমে বেঙ্গালুরুর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাঁর ভূমিকা কতটা উল্ল্যেখযোগ্য ছিল। গত মরসুমে রিচার দারুণ ব্যাটিং-এ ভর করে গুজরাত টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে দেয় বেঙ্গালুরু। ২৭ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিচা। ইনিংসে ছিল ৪টি ছয়, ৭টি চার। তাঁর হাত ধরে ১৮.৩ ওভারে ২০২ রানের টার্গেটে পৌঁছে যায় বেঙ্গালুরু।
একদিনের (ODI) বিশ্বকাপে হেয়ারলাইন ফ্র্যাকচার নিয়েও খেলেছেন দারুণ ইনিংস। এই ব্যাপারে রিচা ঘোষ বলেন, 'আমি দেশের হয়ে খেলছিলাম। তাই আর কিছুই ভাবিনি। দলের ফিজিওরা আমার ওপর ভরসা রেখেছিলেন। সেটাই আমাকে শক্তি দিয়েছে।' বিশ্বকাপে তিনি ১২টি ছক্কা মেরে টুর্নামেন্টে রেকর্ড করেছেন। সেমিফাইনালে তাঁর ১৬ বলে ২৬ এবং ফাইনালে দ্রুত ৩৪ রানের ইনিংস ভারতকে শিরোপা জয়ে সাহায্য করেছে।
রিচা বলেন, 'টি২০ বিশ্বকাপ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা একদিনের বিশ্বকাপকে ইতিমধ্যেই তালিকা থেকে বাদ দিয়েছি।' আগামী বছর ইংল্যান্ডে হতে চলা টুর্নামেন্টের আগে তিনি এখন ঘরোয়া ক্রিকেটে এবং ওমেনস প্রিমিয়ার লিগ (Women’s Premier League, WPL)-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)-র হয়ে খেলছেন। সেখানে নিজের পারফরম্যান্স ভালো করতে টি২০ ফরম্যাটের জন্য নিজেকে তৈরি করছেন রিচা।
শুধু রিচা নয়, স্মৃতি মান্ধানা, এলিসা পেরি এবং শ্রেয়াঙ্কা পাতিলকেও ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি। মান্ধনা, যিনি RCB-কে WPL 2024 শিরোপা জিতেছিলেন, অধিনায়ক হিসাবে এবারেও থাকবেন এবং ৩.৫ কোটি টাকায় ধরে রাখা প্রথম খেলোয়াড়।
পেরি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে একজন, তৃতীয় ধরে রাখা খেলোয়াড় হিসাবে ২ কোটি টাকা পাবেন। বোলিং অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিল, WPL 2024-এ পার্পল ক্যাপ জিতেছিলেন কিন্তু চোটের কারণে আগের সংস্করণ থেকে বাদ পড়েছিলেন।