Wriddhiman Saha: KKR-এর সহকারি কোচ হওয়ার প্রস্তাব এসেছিল? ঋদ্ধিমান বললেন...

শেষ রঞ্জি ম্যাচে নামার আগে এসেছিল প্রস্তাব। কলকাতা নাইট রাইডার্সের কোচ হওয়ার প্রস্তাব খারিজ করেই পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামছেন ঋদ্ধিমান সাহা। সেই ম্যাচের আগেও আবেগ ছুঁতে পারছে না ঋদ্ধিকে। স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআর-এর প্রস্তাব ফেরানোর ব্যাপারে কথা বলেছেন তিনি।

Advertisement
KKR-এর সহকারি কোচ হওয়ার প্রস্তাব এসেছিল? ঋদ্ধিমান বললেন...ঋদ্ধিমান সাহা

শেষ রঞ্জি ম্যাচে নামার আগে এসেছিল প্রস্তাব। কলকাতা নাইট রাইডার্সের কোচ হওয়ার প্রস্তাব খারিজ করেই পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামছেন ঋদ্ধিমান সাহা। সেই ম্যাচের আগেও আবেগ ছুঁতে পারছে না ঋদ্ধিকে। স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআর-এর প্রস্তাব ফেরানোর ব্যাপারে কথা বলেছেন তিনি।

ব্যাপারটা খানিকটা খোলসা করলেন তিনি। বললেন, 'একটা দলের কোচিং দায়িত্ব পালন করার জন্য় আমি এখনও পর্যন্ত মানসিকভাবে প্রস্তুত নই। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স সহকারী কোচ হওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। আর ঠিক এই কারণেই আমি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলাম। এটা আমার জীবনে অবশ্যই একটা সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু, এই প্রস্তাব আমি হেলায় হাতছাড়া করি। তবে কোচিং দায়িত্ব গ্রহণ করার জন্য আমি এখনও নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারিনি।'

পাশাপাশি তিনি মনে করেন, কোনও দায়িত্ব নেওয়ার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করাটা জরুরী। আর সেই কারণে এখনই আইপিএল-এর কোচ বা মেন্টর হওয়ার কথা ভাবতেই নারাজ ঋদ্ধিমান সাহা। তিনি বললেন, 'গোটা ক্রিকেট কেরিয়ারে আমি একটাই জিনিস শিখেছি। কোনও দায়িত্ব গ্রহণ করার আগে, সেই দায়িত্বের ব্যাপারে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা দরকার। প্রস্তুতির পাশাপাশি মানসিকতাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দুটো একসঙ্গে থাকলে, তাহলেই দায়িত্ব গ্রহণ করা উচিত।'

ঋদ্ধির কথায়, ক্রিকেট খেলার তাগিদে তিনি এতদিন নিজের পরিবারকে ঠিক করে সময় দিতে পারেননি। এবার ৪০ বছর বয়সি এই বাংলার ক্রিকেটার স্ত্রী রোমি এবং দুই সন্তানের (আনভি এবং অনভয়) সঙ্গে বাড়িতে সময় কাটাতে চান। জীবনে আর কোনও আক্ষেপ নেই বলেও জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের হয়ে ৪০টা টেস্ট খেলা বাঙালি এই ক্রিকেটার। বছর দুয়েক আগে তিনি আচমকাই ভারতীয় ক্রিকেটের বিতর্কিত চরিত্র হয়ে উঠেছিলেন। কিন্তু, আপাতত যাবতীয় ঝড় থেমে গিয়েছে। এখন নিয়মরক্ষার শেষ ম্যাচে তিনি কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলের।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement