যুবরাজ সিংলাল বলের ক্রিকেটে সেভাবে দেখা না গেলেও, সাদা বলে ক্রিকেটে ভারতের ইতিহাসে অন্যতম বড় নাম যুবরাজ সিং। ২০১৯ সালের বিশ্বকাপের মাঝামাঝি সময় ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। ২০০৭ টি-২০ বিশ্বকাপ ও ২০১১ ওডিআই বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যুবি। বিশেষ করে ২০১১ বিশ্বকাপের সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন যুবরাজ।
কী কারণে অবসর নেন যুবরাজ?
ক্যানসারের সঙ্গে লড়েও ক্রিকেট মাঠে ফেরত এসেছিলেন যুবরাজ। যা একটা বিরাট নজির। কিন্তু ২০১৯ বিশ্বকাপের আগে আচমকা অবসরের সিদ্ধান্ত নেন যুবরাজ সিং। নানা কারণ এতদিন সামনে আসলেও অবশেষে যুবরাজ সিং জানালেন তার অবসরের আসল কারণ। সানিয়া মির্জার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ সিং বলেন,'আমার মনে হচ্ছিল, আমি কেন ক্রিকেট খেলছি যখন আমি এটা উপভোগই করছি না? আমি সমর্থন পাচ্ছিলাম না। সম্মান পাচ্ছিলাম না।' তবে কি তৎকালীন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকেই ইঙ্গিত করতে চাইলেন যুবরাজ?
যুবরাজ সিং আরও বলেন, 'তখন মনে হচ্ছিল, এগুলো যখন নেই, তখন আমি কেন এটা করছি? এই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, আর আমি আমার সেরাটা দিয়েছি।' তিনি আরও যোগ করেন, 'আমি কেন এমন কিছুর সঙ্গে লেগে থাকব যেটা আমি উপভোগ করছি না? আমি কেন খেলব? কী প্রমাণ করার আছে? মানসিক বা শারীরিকভাবে আমি এর বেশি আর দিতে পারছিলাম না, আর এটা আমাকে কষ্ট দিচ্ছিল। যেদিন আমি থামলাম, সেদিন আমি আবার নিজের মতো হয়ে গেলাম।'
কিছুদিন আগেই তাঁর বাবা যোগরাজ সিং দাবি করেছিলেন, আরও বেশ কিছু বছর খেলে যেতে পারতেন যুবরাজ। কিন্তু যুবির সিদ্ধান্ত ভুল ছিল। যদিও অবসরের ব্যাপারে যুবরাজ যা বলেছেন তাতে স্তম্ভিত অনেক ক্রিকেটপ্রেমী। দুটো বিশ্বকাপ জেতার পরেও, কেন এমন ব্যবহার করা হল তাঁর সঙ্গে সেটাই এখন তাদের প্রশ্ন। যদিও এই সাক্ষাৎকারে কারুর নাম প্রকাশ্যে আনেননি যুবরাজ।