scorecardresearch
 

Asian Games 2023 Gold Richa Ghosh: দেশের হয়ে সোনা জিতেছে মেয়ে, রিচার জন্মদিনে হবে বিশেষ পার্টি

Asian Games 2023 Gold Richa Ghosh: দেশের হয়ে সোনা জিতেছে মেয়ে, রিচার জন্মদিনে হবে বিশেষ পার্টি

দেশের হয়ে সোনা জিতেছে মেয়েরা। ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। চিনের হুয়াংঝাউতে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে গোল্ড মেডেল জয়ী ভারতীয় মহিলাদের দলে রয়েছেন মেয়ে রিচা ঘোষ। ফাইনালে দ্রুত ফিরতে হলেও টুর্নামেন্টে তাঁর ব্য়াটিং ও কিপিং নজর কেড়েছে। ফলে গোটা দেশের সঙ্গে বাড়িতে উচ্ছ্বাসে ভাসছেন পরিবারের সকলেই। এখন অপেক্ষা করছেন সোনার মেয়ের ঘরে ফেরার। রিচার বাবা মানবেন্দ্র ঘোষের কথায়, "বহু টুর্নামেন্ট দেশের হয়ে মেয়ে জিতেছে। আরও জিতবে, কিন্তু এশিয়ান গেমসের মত ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ এই ধরনের প্রতিযোগিতায় সোনা জয়, আলাদা মাত্রা রাখে। এটি সারা জীবন উপভোগ করার মত মুহূর্ত।"