ইডেনে আইপিএল ম্যাচে দর্শকাসন থাকছে খালি। সেমিফাইনাল ও ফাইনাল এবার ক্রিকেটের নন্দনকাননে। ফাইনালে কি গ্যালারি ভরবে? রবিবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দাবি করলেন, 'আশা করি, ইডেনে গার্ডেনস ভরা থাকবে সেমিফাইনালে'। ফাইনালে সারপ্রাইজ থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন স্নেহাশিস।