ICC T20 বিশ্বকাপের সূচিতে এবারে বড় চমক। প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে খেলছে ইতালি। তাও আবার কলকাতায় ইডেনে। তবে হতাশের বিষয়টি হল, গ্রুপ স্টেজে ইডেনে ভারতের একটিও ম্যাচ নেই। দেখা যাচ্ছে,ইডেনে গ্রুপ স্টেজে ভারতের ম্যাচ নেই। সুপার এইটের একটি ম্যাচ দেওয়া হয়েছে।