Advertisement

Gautam Gambhir: 'খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে পারি না', বিরাট-রোহিতের টেস্ট খেলা নিয়ে যা বললেন গম্ভীর

সিডনি টেস্ট হেরে বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া ভারতের। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিজেদের জায়গা পাকা করতে পারল না রোহিত শর্মার দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের পর, অস্ট্রেলিয়ার মাটিতেও সিরিজ হার। প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যর্থ হওয়া রোহিত শর্মা ও বিরাট কোহলি কি এরপরও টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবেন? সিডনি টেস্ট না খেলায় রোহিতের অবসর নিয়ে জল্পনা চলছিল। ম্যাচের মাঝেই সাক্ষাৎকারে রোহিত জানিয়ে দেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না। পাশাপাশি বিরাট কোহলিও জানিয়েছেন টেস্ট ক্রিকেট খেলে যেতে চান। এই অবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ব্যাপারে মুখ খুলেছেন কোচ গম্ভীরও। তিনি বলেন, 'আমি কোনও খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে পারি না, এটা তাদের উপর নির্ভর করে। তাদের কতটা খিদে আছে, তার উপর নির্ভর করে। আশা করি তারা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।'

Advertisement
POST A COMMENT