Advertisement

IPL 2025 KKR vs LSG: আজও ওপেনার নারিনই? KKR দলে বদলের সম্ভাবনা

ঘরের মাঠে লখনউ সুপার জায়েন্টের (LSG) বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচ শুরু হবে বিকেল ৩:৩০টা থেকে। পয়েন্ট তালিকায় এই দুই দল পাশাপাশি অবস্থানে রয়েছে। ফলে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করা যায়। দুই দলে কি কোনও বদল আসবে? সেটাই এখন বড় প্রশ্ন।

Advertisement
POST A COMMENT