Advertisement

ওঁরা দৃষ্টিহীন, ওঁরাই ভারতের গর্ব, PM Modi এর সঙ্গে দেখা করার সেই সব মুহূর্ত, VIDEO

ভারতীয় মহিলা ব্লাইন্ড ক্রিকেট দলের ঐতিহাসিক সাফল্যের পর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন দলের সদস্যরা। প্রথম ব্লাইন্ড মহিলা টি-২০ বিশ্বকাপে একটিও ম্যাচ না হেরে অপরাজিত অবস্থায় শিরোপা জেতার জন্য তাঁদ্রে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ফাইনালে নেপালকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে খেলোয়াড়রা স্বাক্ষর করা একটি ব্যাট মোদীকে উপহার দেন কৃতজ্ঞতার প্রতীক হিসেবে। এর উত্তরে মোদী একটি ক্রিকেট বল-এ স্বাক্ষর করে দলকে দেন, এবং পুরো টুর্নামেন্ট জুড়ে দলের সাহস, সংযম ও শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি বলেন, এই জয় নতুন ইতিহাস তৈরি করেছে এবং দেশের অসংখ্য মেয়েকে স্বপ্ন দেখতে উৎসাহ দেবে।

Advertisement
POST A COMMENT