ভারতীয় মহিলা ব্লাইন্ড ক্রিকেট দলের ঐতিহাসিক সাফল্যের পর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন দলের সদস্যরা। প্রথম ব্লাইন্ড মহিলা টি-২০ বিশ্বকাপে একটিও ম্যাচ না হেরে অপরাজিত অবস্থায় শিরোপা জেতার জন্য তাঁদ্রে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ফাইনালে নেপালকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে খেলোয়াড়রা স্বাক্ষর করা একটি ব্যাট মোদীকে উপহার দেন কৃতজ্ঞতার প্রতীক হিসেবে। এর উত্তরে মোদী একটি ক্রিকেট বল-এ স্বাক্ষর করে দলকে দেন, এবং পুরো টুর্নামেন্ট জুড়ে দলের সাহস, সংযম ও শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি বলেন, এই জয় নতুন ইতিহাস তৈরি করেছে এবং দেশের অসংখ্য মেয়েকে স্বপ্ন দেখতে উৎসাহ দেবে।