'ক্রিকেট খেলায় কিছু বলা যায় না। টিম ইন্ডিয়া ভালো খেলেছে। এখনও অনেকটা পথ যেতে হবে। সবুজ পিচ হলে ভারত সুবিধে পাবে। আমাদের বোলাররা ২০ উইকেট তুলে নিতে পারবে'। ইংল্যান্ড সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,'আশা করব শুভমনের কেরিয়ার সঠিক দিশায় যাবে। সবে অধিনায়ক হয়েছে। যতদিন যাবে তত চাপ বাড়বে'।