Advertisement

ক্রিকেটবিশ্বে ভারতের দুনিয়াদারিতে বিপদে Bangladesh! 'মরা কান্না' Asif Nazrul এর, দেখুন

ICC T20 বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ যে খেলতে চায় না,তা আগেই চিঠি দিয়ে জানিয়েছিল ICC-কে। ৭ ফেব্রুয়ারি থেকে টি২০ বিশ্বকাপ শুরু হবে। ইডেনে ম্যাচ রয়েছে বাংলাদেশের। এহেন পরিস্থিতিতে নিজেদের অবস্থানেই এখনও অনড় বাংলাদেশ। যদিও ICC স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতেই খেলতে হবে। সে ক্ষেত্রে স্টেডিয়াম বদল করা যেতে পারে। কিন্তু দেশ নয়। কারণ, শেষ মুহূর্তে শিডিউল বদল সম্ভব নয়। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, 'গত ১৬ মাস ধরে ভারতে বাংলাদেশ বিদ্বেষের যে পরিস্থিতি চলছে, তাতে ভারতে খেলা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।' একই সঙ্গে মুস্তাফিজুরের আইপিএল থেকে বাদ পড়ার প্রসঙ্গও টানলেন আসিফ। ওদিকে পাকিস্তান আবার আইসিসি-কে জানিয়েছে, বাংলাদেশ চাইলে পাকিস্তানে ম্যাচ খেলতে পারে।

Advertisement
POST A COMMENT