বৈভব সূর্যবংশী। আইপিএল-এ গুজরাতের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে রাতারাতি শিরোনামে চলে এসেছেন ১৪ বছরের এই যুবক। ব্যাট হাতে তাঁর তাণ্ডব দেখে হতবাক গোটা বিশ্ব। তবে তাবড় তাবড় আন্তর্জাতিক বোলারদের শাসনের পরও সেই অর্থে নির্বিকার বৈভব। ম্যান অফ দা ম্যাচের পুরস্কার হাতে তুলে নেওয়ার পর তিনি বলেন, আমি বোলারদের দেখি না। বল দেখি। আসলে ওটাই আমার কাজ।'
Vaibhav Suryavanshi